বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘বর্তমান অন্তর্বর্তী সরকারের কোনো আইনি ভিত্তি নেই।’
বুধবার (২৩ এপ্রিল) দুপুরে মানিকগঞ্জের গড়পাড়ায় বৈশাখী শোভাযাত্রার মোটিফ নির্মাতা চারুশিল্পী মানবেন্দ্র ঘোষের আগুনে পোড়া বাড়ি পরিদর্শনে গিয়ে তিনি এ কথা বলেন।
তিনি প্রশ্ন তোলেন, ‘আপনারা যে অন্তর্বর্তী সরকার, সেটা কোন আইনের ভিত্তিতে পরিচালিত হচ্ছে?’
রিজভী বলেন, ‘আওয়ামী লীগ ভবিষ্যতে রাজনীতি করবে কি না, তা নির্ধারণ করতে হবে অন্তর্বর্তী সরকারকেই। কারণ এখনো প্রশাসন এই সরকারেরই নিয়ন্ত্রণে।’
তিনি আরও বলেন, ‘আওয়ামী লীগের ভয়ংকর সন্ত্রাসীদের দমন করতে হলে সরকারকে স্পষ্টভাবে জানাতে হবে, কী ধরনের আইন প্রণয়ন করা হবে। শেখ হাসিনাকে যারা পাহারা দিয়েছে, দেশের টাকা পাচার করেছে ও ব্যাংক লুট করেছে, তাদের খুঁজে বের করতে না পারলে মানুষ এই সরকারকে ব্যর্থ হিসেবে বিবেচনা করবে।’
এ সময় তিনি অভিযোগ করেন, ‘নির্বাচন নিয়েও সরকার টালবাহানা করছে।’
পরিদর্শনকালে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও জেলা বিএনপির আহ্বায়ক আফরোজা খান রীতা, জেলা বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ১৬ এপ্রিল বৈশাখী আনন্দ শোভাযাত্রার মোটিফ নির্মাতা চারুশিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়িতে দুর্বৃত্তরা আগুন দেয়। এ ঘটনায় এ পর্যন্ত আওয়ামী লীগ ও ছাত্রলীগের আটজন নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।