ঢাকা বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫

‘নির্বাচনের আগেই খুনি হাসিনার বিচার দেখতে চাই’

রূপালী ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ২৩, ২০২৫, ০৭:২২ পিএম
জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম। ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম বলেছেন, আওয়ামী লীগের নির্বাচন করার অধিকার নেই। 

বুধবার (২৩ এপ্রিল) বিকেলে রাজধানীর উত্তরায় আওয়ামী লীগের বিচারের দাবিতে আয়োজিত বিক্ষোভ মিছিলে তিনি এ কথা বলেন। 

এ সময় সংস্কারের আগে যেন কোনোভাবেই নির্বাচন না দেওয়া হয়, সে দাবি জানান তিনি।

বিক্ষোভ মিছিলে সারজিস আলম বলেন, এত বড় গণহত্যার দায় যাদের কাঁধে, তাদের এ দেশে নির্বাচন করার অধিকার নেই। তারা যদি আগামী নির্বাচনে অংশ নেয়, তাহলে গণ-অভ্যুত্থানে অংশগ্রহণকারীরা আবারও রুখে দাঁড়াবে।’

তিনি বলেন, নির্বাচনের আগেই খুনি হাসিনার বিচার দেখতে চাই।

ফ্যাসিস্টরা ফিরে আসার চেষ্টা করছে উল্লেখ করে সারজিস বলেন, ‘কেউ কেউ খুনি শব্দ মুছে ফেলার প্রয়াস চালাচ্ছে। হাসিনাকে যারা খুনি হাসিনা হতে সাহায্য করেছে, তাদের বিচার ব্যতীত নির্বাচন নয়।’

গণ-অভুত্থানে দেড় হাজারের বেশি শহীদের কথা মনে স্মরণ করে সারজিস বলেন, ‘যারা কেবল নির্বাচন নির্বাচন করে, তাদের চোখ শহীদদের দিকে নয়, ক্ষমতার দিকে। ক্ষমতার দিকে চোখ থাকলেও সামগ্রিক বিচার না হওয়া পর্যন্ত অন্য কিছু চিন্তা করা ব্যক্তিস্বার্থ।’