বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য লন্ডন যাত্রায় শুভেচ্ছা জানাতে গুলশান থেকে এয়ারপোর্ট পর্যন্ত প্রায় কয়েক কিলোমিটারের মানব প্রাচীর তৈরি করেছে দলটির নেতাকর্মীরা।
মঙ্গলবার (৭ জানুয়ারি) রাত দশটায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এ-৩১৯ বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে লন্ডনের উদ্দেশ্যে যাত্রা শুরু করবেন তিনি। প্রথমে ঢাকা থেকে কাতার যাবেন, সেখান থেকে জ্বালানি নিয়ে লন্ডনের উদ্দেশ্যে উড়াল দেবে এয়ার এম্বুলেন্সটি।
জানা যায়, খালেদা জিয়ার বিদেশযাত্রাকে কেন্দ্র করে সোমবার রাতেই ঢাকা মহানগর উত্তর বিএনপির পক্ষ থেকে নেতাকর্মীদের নির্দিষ্ট এলাকা ভাগ করে দেওয়া হয়েছে। সে অনুযায়ী নেতাকর্মীতা তাদের নিজস্ব এলাকায় মানব প্রাচীর তৈরি করেছে।
গুলশান থেকে এয়ারপোর্ট পর্যন্ত পুরো রাস্তা জুড়েই ছিলো বিপুল নেতাকর্মীদের উপস্থিতি। কাকলী থেকে বিমানবন্দর সড়কে ছিলো উপচে পড়া জনতার ঢল।
রাত দশটায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এ-৩১৯ বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে লন্ডনের উদ্দেশ্যে যাত্রা শুরু করবেন তিনি। প্রথমে ঢাকা থেকে কাতার যাবেন, সেখান থেকে জ্বালানি নিয়ে লন্ডন যাবেন তিনি।
এর আগে সর্বশেষ ২০১৭ সালের ১৫ জুলাই লন্ডন যান খালেদা জিয়া।
আপনার মতামত লিখুন :