ঢাকা রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৪

আ.লীগকে নিষিদ্ধ করতে হবে: কর্নেল অলি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: আগস্ট ৩১, ২০২৪, ০৬:২৯ পিএম

আ.লীগকে নিষিদ্ধ করতে হবে: কর্নেল অলি

ছবি রুপালী বাংলাদেশ

ঢাকা: লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট ড. কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম বলেছেন, আমি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে আমি বলেছি স্বৈরাচার শেখ হাসিনার পতনের পর জাতি-ধর্ম-বর্ণ-রাজনৈতিক পরিচয় নির্বিশেষে সকলের ঐক্যবদ্ধ হওয়ার সময় এসেছে। 


যদি জামায়াত নিষিদ্ধ হতে পারে । তবে স্বৈরাচারী ও সন্ত্রাসী সংগঠন হিসেবে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল ও নিষিদ্ধ হতে পারে। প্রধান উপদেষ্টার কাছে আমি আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি জানিয়েছি।

শনিবার (৩১ আগস্ট) বিকেলে যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে এ দাবি জানান তিনি।

বৈঠক শেষে সাংবাদিকদের অলি আহমেদ বলেন, পর্যায়ক্রমে ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, জেলা পরিষদ, সংসদ নির্বাচন-এগুলোর একটা সম্ভাব্য তারিখ ঘোষণা করার কথা বলেছি। ৬ মাস পরও হতে পারে, ৯ মাস পরও হতে পারে, নির্বাচন তো হতে হবে। তবে সংস্কারের আগে নির্বাচন বাঞ্ছনীয় নয়।

তবে উনারা যদি বেশি সময় নেন, উনাদের পক্ষে সরকার চালানোও সম্ভব হবে না, বলেন তিনি। এলডিপির পক্ষ থেকে আমরা ৮৩টি সুপারিশ করেছি। এগুলো দলীয় কোনো উপকারের জন্য না, রাজনৈতিক ফায়দার জন্য না। আমাদের ব্যক্তিগত কোনো সুবিধার জন্য না।

 

আরবি/এস

Link copied!