ঢাকা: আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন বলেছেন বিভিন্ন সময়ে বিভিন্ন মোড়কে আওয়ামী লীগ ফিরে আসার চেষ্টা করছে। তাদের অস্তিত্ব বিলীন হয়ে গেছে। কিন্তু আসার কোন সুযোগ নাই।
রোববার (১০ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় গুলশান চেয়ারপার্সনের কার্যালয়ে বৈঠক শেষে তিনি এসব কথা বলেন। বৈঠকে বাংলাদেশে সিঙ্গাপুর অনাবাসিক হাইকমিশনার ডেরেক লো, চার্জ দ্য অ্যাফেয়ার্স মিচেল লো উপস্থিত ছিলেন। বৈঠকে জননশক্তি রপ্তানি, বন্দর সুবিধাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘‘এটি সৌজন্য সাক্ষাৎ ছিলো। দুই দেশের মধ্যে স্বার্থ সংশ্লিষ্ট বিষয়াদি নিয়ে দীর্ঘ আলোচনা হয়েছে। তারা বিশ্বাস করে যে, দুইদেশের মধ্যে অর্থনৈতিক কর্মকান্ড বিনিয়োগসহ যে সব বিষয়ে সিদ্ধান্তের ব্যাপার আছে সেই সিদ্ধান্তের ব্যাপারে তারা মনে করে যে, বাংলাদেশে একটি নির্বাচিত সরকার থাকলে সেই সিদ্ধান্তগুলো নিতে সহজ হয়, তারা এও মনে করে যে, একটা নির্বাচিত সরকার ছাড়া অর্থনৈতিক কর্মকান্ড এগিয়ে নেয়া সম্ভব না।”
‘‘ দক্ষ শ্রমশক্তি কিভাবে আমরা সেখানে(সিঙ্গাপুরে) পাঠাতে পারি সে বিষয়ে আলোচনা হয়েছে। যেমন সিঙ্গাপুরে প্রচুর নার্স দরকার, অন্যান্য ক্ষেত্রে স্কীল ওয়ার্কার নিতে তাদের উৎসাহ আছে। আমাদের শ্রম শক্তিকে আরও স্কীল করার জন্য সিঙ্গাপুর বিভিন্ন ইন্সটিটিউশনের মাধ্যমে বিনিয়োগ করতে চায়, টেকনিক্যাল সহযোগিতা দিতে চায়।”
তিনি বলেন, ‘‘ সিঙ্গাপুরে বন্দর ব্যবস্থাপনায় অত্যন্ত দক্ষ। তারা আমাদের দেশের বন্দরগুলো কার্য্কর করতে সহযোগিতা করার আগ্রহও প্রকাশ করেছে।”
‘‘স্বাস্থ্য, শিক্ষা, জাহাজ নির্মাণ শিল্পেও সিঙ্গাপুর সহযোগিতা করতে চায়, এনার্জি ও ফাইনান্সিয়াল সেক্টারেও তারা কাজ করার কথাও বলেছে।”
আপনার মতামত লিখুন :