বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রাজনৈতিক দলগুলো অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ প্রমাণের চেষ্টা করছে- তথ্য উপদেষ্টা নাহিদ ইসলামের এমন বক্তব্য ‘রাজনীতিবিরোধী’।
তিনি বলেন, আমি জানি না তিনি কোন প্রেক্ষিতে এ কথা বলেছেন। উনার এ বক্তব্য রাজনীতিবিরোধী। রাজনৈতিক দলগুলো সব সময়ই এই অন্তর্বর্তী সরকারকে সমর্থন করেছে। যার উদ্দেশ্য গণতন্ত্রকে পুনরুদ্ধার করা।
বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) দুপুরে বিমানের একটি ফ্লাইটে যুক্তরাজ্য থেকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কবে নাগাদ ফিরতে পারেন এ নিয়ে কথা বলেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, তারেক রহমানের বিরুদ্ধে অনেক মিথ্যা ও প্রতিহিংসামূলক মামলা রয়েছে। সেগুলো প্রত্যাহার হলে বা আদালতের মাধ্যমে নিষ্পত্তি হলে তিনি দেশে ফিরবেন।
বিএনপি সংস্কার নয় বরং নির্বাচনকে প্রাধান্য দিচ্ছে, এমন ধারণা ভুল বলে জানান মির্জা ফখরুল।
গত ৩০শে নভেম্বর সকালে লন্ডনের উদ্দেশে ঢাকা ছাড়েন মির্জা ফখরুল ও তার স্ত্রী। লন্ডনে তারেক রহমানের সঙ্গে দেখা করার পাশাপাশি বিএনপির নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন মহাসচিব।
আপনার মতামত লিখুন :