ঢাকা: আওয়ামী লীগ-বিএনপির মধ্যে কোনো পার্থক্য নেই বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম। জালেম, দুর্নীতিবাজ ও অত্যাচারীদের দল আওয়ামী লীগ-বিএনপি। ওরা আমাদের রক্ত এবং লাশকে ক্ষমতার সিঁড়ি হিসেবে ব্যবহার করতে চায়। বাংলাদেশের জনগণের আবেগকে যারা তাচ্ছিল্য করবে জনগণ তাদের রক্ষা করবে না, বলে মন্তব্য করেন তিনি।
মঙ্গলবার (১২ নভেম্বর) বিকেলে নওগাঁ শহরের এটিম মাঠে এক গণসমাবেশে তিনি এসব কথা বলেন।
ফয়জুল করিম বলেন, ফ্যাসিস্ট আওয়ামী সরকারের হাত থেকে এই দেশের সাধারণ মানুষকে মুক্তি দিতে আবু সাঈদ, মুগ্ধসহ হাজারো যুবক বুকের তাজা রক্ত রাজপথে ঢেলে দিয়েছেন। হাজারো মা তার ছেলে হারিয়েছেন। বোনরা বিধবা হয়েছেন। বাচ্চারা এতিম অবস্থায় ঘুরছে। অথচ সেই খুনিদের সঙ্গে হাত মিলিয়ে শহীদদের রক্তের সঙ্গে গাদ্দারি করছে চিহ্নিত একটি রাজনৈতিক দল। ওরা এদেশের মানুষের রক্ত এবং আবেগের ওপর দাঁড়িয়ে ক্ষমতায় যেতে চায়।
তিনি আরও বলেন, এদেশের মানুষ তিন বেলা পেট ভরে খেত চায়। মাথা উঁচু করে বাঁচতে চায়। এদিকে বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য পাগল হয়ে গেছে। আমাদের রক্ত, ত্যাগ ও শ্রম নিয়ে ছিনিমিনি খেলতে চাইলে বিএনপিকে এ দেশের মানুষ রক্ষা করবে না। তাদেরও বিচারের কাঠগড়ায় দাঁড় করিয়ে ছাড়বে।
দেশের মানুষ শান্তি ও মুক্তির জন্য বার বার জীবন দিয়েছে উল্লেখ করে সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম বলেন, কিন্তু চোর এবং ডাকাতরা মানুষের রক্ত নিয়ে হলি খেলেছে। মানুষের আবেগ এবং বিবেককে কাজে লাগায় নাই। তাই অন্য দেশের মানুষরা সোনার খনি, রুপার খনি পেলেও আমরা পেয়েছি চোরের খনি। এই বক্তব্য শেখ সাহেব নিজেই বলে গেছেন।
আপনার মতামত লিখুন :