বগুড়ার শাজাহানপুরে খালাতো বোনের বিয়ের দাওয়াতে এসে উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম গাউস লেমনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার বি-ব্লক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ ও স্থানীয়রা জানান, গোলাম গাউস লেমন বগুড়ার শাজাহানপুর উপজেলার রহিমাবাদ এলাকার শাহ্ আলমের ছেলে। তার বিরুদ্ধে যুবদল নেতা ‘ফোরকান হত্যা’, চুরি, মাদক ব্যবসা, চাঁদাবাজি, ভূমিদস্যুতা ও পুলিশের ওপর হামলার পাঁচটি মামলা রয়েছে। গত ৫ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকে লেমন পলাতক ছিলেন। বৃহস্পতিবার বিকালে উপজেলার মাঝিরা বি-ব্লক এলাকায় খালাতো বোনের বিয়ে খেতে আসেন। রাজনৈতিক প্রতিপক্ষরা টের পেয়ে বিয়ে বাড়ি ঘেরাও করেন। স্থানীয় ইউপি সদস্য তাজুল ইসলাম থানায় খবর দেন। এরপর তারা ছাত্রলীগ নেতা লেমনকে মারধর করে পুলিশে দেন।
উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা আইয়ুব হোসেন জানান, গোলাম গাউস লেমন দীর্ঘদিন এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। সে মাদক ব্যবসা, জোড়পূর্বক ইট, বালু ও সিমেন্টের ব্যবসা চালিয়ে আসছিল।
শাজাহানপুর থানার ওসি ওয়াদুদ আলম জানান, হত্যাসহ পাঁচ মামলার আসামি লেমন বোনের বিয়েতে এসে ধরা পড়েছে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।
আপনার মতামত লিখুন :