ঢাকা বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫

দেশবাসীর কাছে দোয়া চাইলেন বেগম খালেদা জিয়া

রূপালী ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ১৪, ২০২৫, ১০:৩৪ এএম

দেশবাসীর কাছে দোয়া চাইলেন বেগম খালেদা জিয়া

ছবি: সংগৃহীত

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া দেশবাসীর কাছে তার সুস্থতার জন্য দোয়া চেয়েছেন। লিভার, ফুসফুস এবং হৃদরোগের চিকিৎসা নিয়ে এখনও তার সব ধরনের টেস্ট শেষ হয়নি। আগামী শুক্রবারের মধ্যে এই টেস্টগুলো সম্পন্ন হলে বিশেষজ্ঞ চিকিৎসকরা পরবর্তী পদক্ষেপ নিবেন।

সোমবার (১৩ জানুয়ারি) লন্ডন ক্লিনিকের সামনে বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. জাহিদ হোসেন এসব তথ্য জানান। এদিন, তারেক রহমানও পরিবারের সদস্যদের নিয়ে মাকে দেখতে হাসপাতালে আসেন। ষষ্ঠ দিনের মতো বেগম খালেদা জিয়া লন্ডন ক্লিনিকে চিকিৎসা নিচ্ছেন।

ডা. জাহিদ হোসেন জানান, বেগম খালেদা জিয়ার চিকিৎসা শুরু করার পরিকল্পনা বিশেষজ্ঞ চিকিৎসকরা আগামী শুক্রবার গ্রহণ করবেন। বেগম খালেদা জিয়া নিজে দেশের মানুষের কাছে তার দ্রুত সুস্থতার জন্য দোয়া প্রার্থনা করেছেন।

এছাড়া, বেগম খালেদা জিয়া হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকে নেতাকর্মীরা সেখানে ভিড় করছেন। তবে, যুক্তরাজ্য বিএনপি হাসপাতালের আশেপাশে ভিড় না করার জন্য সবাইকে অনুরোধ জানিয়েছে।

আরবি/এফআই

Link copied!