ঢাকা বুধবার, ০৮ জানুয়ারি, ২০২৫

বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দিয়েছেন বেগম জিয়া

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ৭, ২০২৫, ০৮:২৬ পিএম

বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দিয়েছেন বেগম জিয়া

ছবি, সংগৃহীত

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে গুলশানের বাসভবন ফিরোজা থেকে রওনা দিয়েছেন বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। মঙ্গলবার (৭ জানুয়ারি) রাত ৮টার পর বাসা থেকে বের হন তিনি।

মঙ্গলবার রাত ৯টার মধ্যে বিমানবন্দরে উপস্থিত হয়ে ইমিগ্রেশনের যাবতীয় কাজ সারবেন তিনি। রাত ১০টার দিকে কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করবেন তিনি।

এদিকে, অর্ধযুগেরও বেশি সময় পর দেশের বাইরে যাচ্ছেন খালেদা জিয়া। বিদেশে উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যের উদ্দেশে আজ ঢাকা ত্যাগ করছেন তিনি।

নেত্রীকে বিদায় জানাতে গুলশান থেকে বিমানবন্দর সড়কে নেতাকর্মীদের ঢল নেমেছে। পথে পথে জড়ো হয়েছেন হাজারো নেতাকর্মীরা। সুস্থ হয়ে দেশের রাজনীতিতে ফিরবেন বেগম জিয়া এমন প্রত্যাশা তাদের।

আরবি/এস

Link copied!