ঢাকা শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪

হাসপাতালে আজ যাচ্ছেন না বেগম জিয়া

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: অক্টোবর ১৪, ২০২৪, ০৩:২২ পিএম

হাসপাতালে আজ যাচ্ছেন না বেগম জিয়া

ছবি: সংগৃহীত

স্বাস্থ্য পরীক্ষার জন্য আজ বিকেল ৫ টায় হাসপাতালে যাওয়ার কথা ছিলো বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার।  কিন্তু আজ হাসপাতালে চিকিৎসা নিতে যাচ্ছেন না তিনি।  

সোমবার (১৪ অক্টোবর) চেয়ারপার্সন-এর ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন রূপালী বাংলাদেশকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে, বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেছিলেন, আজ স্বাস্থ্য পরীক্ষার জন্য আজ বিকেল ৫টার দিকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার এভারকেয়ার হাসপাতালে যাওয়ার কথা রয়েছে। গত বছরের ৯ আগস্ট হঠাৎ অসুস্থ হয়ে পড়লে খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। এরপর থেকে সেখানেই চিকিৎসাধীন ছিলেন তিনি

আরবি/জেআই

Link copied!