ঢাকা শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪
গণমাধ্যমকর্মী তামিম হত্যা

বিএনপি নেতা রবির পদ স্থগিত

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: অক্টোবর ১৪, ২০২৪, ০৫:৩১ পিএম

বিএনপি নেতা রবির পদ স্থগিত

ছবি: সংগৃহীত

দীপ্ত টিভির কর্মকর্তা তানজিল জাহান তামিমকে হত্যা মামলার আসামি হওয়ার কারণে বিএনপির নির্বাহী কমিটির সদস্য শেখ রবিউল আলম রবির সাংগঠনিক পদ স্থগিত করা হয়েছে। দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি চিঠি রবিকে দেওয়া হয়েছে বলে জানা গেছে।

সোমবার (১৪ অক্টোবর) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী জানান, হত্যা মামলার আসামি হওয়ার কারণে বিএনপি নেতা রবিউল আলম রবির দলীয় পদ স্থগিত করা হয়েছে।

প্রসঙ্গত, রাজধানীর হাতিরঝিল মহানগর প্রজেক্টে ফ্ল্যাটের মালিকানা নিয়ে দ্বন্দ্বের জেরে দীপ্ত টিভির কর্মকর্তা তানজিল জাহান তামিমকে হত্যার প্রতিবেদনে রবির নাম ওঠে আসে। এ ঘটনায় ১৬ জনের নামে মামলা করেছে পরিবার। যার মধ্যে তিন নম্বর আসামি বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য রবি। তিনি আবাসন প্রতিষ্ঠানটির মালিক। পুলিশ জানিয়েছে, তাকে গ্রেপ্তারে অভিযান চলছে।

আরবি/এফআই

Link copied!