ঢাকা বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৪

নয়াপল্টনে বিএনপির সমাবেশ রোববার

রূপালী ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ১২, ২০২৪, ০৭:৪৮ পিএম

নয়াপল্টনে বিএনপির সমাবেশ রোববার

ছবি: সংগৃহীত

ঢাকা: আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে আগামী রোববার (১৫ সেপ্টেম্বর) ঢাকার নয়াপল্টনে সমাবেশ করবে বিএনপি। ওই সমাবেশে ঢাকাসহ আশেপাশের জেলা থেকেও নেতাকর্মীরা অংশ নিবেন বলে জানা গেছে। সেজন্য প্রস্তুতিও শুরু করেছে দলটি। এছাড়া আগামী শনিবার (১৪ সেপ্টেম্বর) কেন্দ্রীয় শহীদ মিনারে বিকেল সাড়ে ৩টায় স্মরণ সভা অনুষ্ঠিত হবে।

বিএনপির ঘোষিত দুইদিনের কর্মসূচি ঘিরে বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক যৌথসভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগে গত বুধবার দু’দিনের কর্মসূচি ঘোষণা করেছিল দলটি।

যৌথসভা শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘১৫ সেপ্টেম্বর আন্তর্জাতিক গণতন্ত্র দিবস। ওইদিন বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ হবে। এই সমাবেশটি হবে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রুপ দেবার সমাবেশ। গণতান্ত্রিক শক্তিগুলোকে আরও ঐক্যবদ্ধ করার জন্য আমরা এই সমাবেশটি গুরুত্বের সঙ্গে করতে চাই। একইদিন ঢাকার বাইরে বিভাগীয় শহরের মহানগরে র‌্যালি অনুষ্ঠিত হবে।’

বিএনপি মহাসচিব বলেন, কেন্দ্রীয় শহীদ মিনারে বিগত দিনে গণতান্ত্রিক আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের পরিবার, যারা পঙ্গু হয়েছেন, নির্যাতিত হয়েছেন তাদেরকে নিয়ে সভা অনুষ্ঠিত হবে। সেখানে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, নাটক, আবৃত্তি, কবিতা পাঠের অনুষ্ঠান থাকবে।

এ সময়ে দলের স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন, চেয়ারপারসনের ‍উপদেষ্টা আবদুস সালাম, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, কেন্দ্রীয় নেতা হাবিব উন নবী খান সোহেল, শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি, আবদুস সালাম আজাদ, সৈয়দ এমরান সালেহ প্রিন্স, শামসুর রহমান শিমুল বিশ্বাস, মীর সরাফত আলী সপু ছাড়াও ঢাকা মহানগরের আমিনুল হক, তানভীর আহমেদ রবিন, মহিলা দলের আফরোজা আব্বাস, মুক্তিযোদ্ধা দলের ইশতিয়াক আজিজ উলফাত, যুব দলের এম মোনায়েম মুন্না, নুরুল ইসলাম নয়ন, স্বেচ্ছাসেবক দলের এসএম জিলানী, কৃষক দলের হাসান জাফির তুহিন, শ্রমিক দলের আনোয়ার হোসাইন প্রমুখ নেতারা ছিলেন।

আরবি/এফআই

Link copied!