ঢাকা শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪

হিন্দু সম্প্রদায়ের পাশে আছে বিএনপি: মির্জা ফখরুল

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: অক্টোবর ৯, ২০২৪, ০৪:৪৯ পিএম

হিন্দু সম্প্রদায়ের পাশে আছে বিএনপি: মির্জা ফখরুল

ছবি, রূপালী বাংলাদেশ

ঢাকা: মির্জা ফখরুল বলেছেন, আপনারা যে ৮ দফার কথা বলেছেন সেই ৮ দফা আমরা বিবেচনা করছি। এর যে মূল বিষয়টি সেটার প্রতি আমাদের সর্বাত্মক সহানুভূতি আমাদের রয়েছে। আমরা আপনাদের এটুকু বলতে পারি, অতীতে যেমন আমরা আপনাদের প্রতিটি সমস্যায় পাশে এসে দাঁড়িয়েছি ঠিক একইভাবে আগামীতেও আপনাদের সঙ্গে থাকব। আপনাদের পাশে আছে বিএনপি।

বুধবার (অক্টোবর) দুর্গা পূজার ষষ্ঠীতে ঢাকার ঢাকেশ্বরী কেন্দ্রীয় পূজা মণ্ডপে গিয়ে হিন্দু ধর্মাবলম্বীদেরকে শুভেচ্ছা জানিয়ে এই প্রত্যাশা ব্যক্ত করেন বিএনপির মহাসচিব।

তিনি বলেন, ‘‘দুর্ভাগ্যজনক হলেও সত্য একটি রাজনৈতিক দল আমি নাম বলতে চাই না তারা বরাবরই বলে থাকে তারাই নাকি এখানে সংখ্যালঘু সম্প্রদায়ের সবচেয়ে বড় ত্রাণ কর্তা। কিন্তু আপনারা যদি দেখেন অতীতে যতগুলো ঘটনা ঘটেছে তার নেতৃত্বে কিন্তু তাদের লোকেরাই সেখানে ছিলো এবং বাংলাদেশে আপনাদের সস্প্রদায়ের মানুষের যত জমি-জমা, সম্পত্তি দখল করে নেয়া হয়েছে তার মূলেও তারা ছিলো্।”

‘‘আমরা এই কথাটা বলতে পারি আগামীতে আমাদের যখন প্রতিষ্ঠিত হবে…. আপনারা জানেন এটা আমাদের সরকার নয়, এটা একটা অন্তবর্তীকালীন সরকার। আমাদের সরকার আসলে প্রতিটি ঘটনার আমরা নিরপেক্ষ তদন্ত করে বিচারের ব্যবস্থা করবই।”

৮ দফা দাবি তুলে ধরে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সন্তোষ শর্মা বলেন, ‘‘ আমাদের ওপর যেসব অন্যায় হয়েছে, নির্যাতন হয়েছে আমরা তার ন্যায় বিচার ও দোষীদের ‍দৃষ্টান্তমূলক শাস্তি চাই। আমরা আশা করি আপনি আমাদের সাথে থাকবেন, আপনার দল আমাদের সাথে থাকবে। কেনো আশা করি? ৫ আগস্টের পরেও আপনার দলের নেতা-কর্মীরা আমাদের মন্দির পাহারায় ছিলেন, আমাদের বাড়িঘর পাহারায় ছিলেন। সেজন্য আজকের দিনে কৃতজ্ঞা জানাচ্ছি।”

‘‘ আপনার দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং আপনার নির্দেশে সারা বাংলাদেশে পূজা কমিটির টিম সাথে আপনাদের নেতৃবৃন্দ সাংগঠনিকভাবে আলাপ-আলোচনা করেছেন। পূজায় আমাদের নিরাপত্তার কাজে সহযোগিতার আশ্বাস দিয়েছি। সেজন্য আপনাদের ধন্যবাদ জানাই। তবে আমরা প্রত্যাশা করি, আমাদের ৮ দফা এবং আমাদের ন্যায় বিচারের দাবির সাথে পাশে থাকবেন ও একাত্মতা ঘোষণা করবেন। আরেকটা কথা বলতে চাই, আমাদের জন্ম এদেশে, আমরা এদেশের সন্তান। আমরা এই দেশে সকল নাগরিক অধিকার নিয়ে, ন্যায়ের অধিকার নিয়ে, সাংবিধানিক অধিকার নিয়ে বসবাস করতে চাই। আপনারা অতীতেও আমাদের পাশে ছিলেন, ভবিষ্যতেও থাকবেন এই প্রত্যাশা করি।”

মহানগর পূজা উদযাপন কমিটির সভাপতি জয়ন্ত ‍কুমার দেব দূর্গা পূজার প্রথম দিনে ষষ্ঠীতে ঢাকেশ্বরী পূজা মন্ডপে আসার জন্য বিএনপি মহাসচিবসহ নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান।

ঢাকেশ্বরী পূজা মণ্ডপে পৌঁছালে মহানগর সার্বজনীন পূজা উদযাপন কমিটির সভাপতি জয়ন্ত কুমার দেব, সাধারণ সম্পাদক তাপস চন্দ্র পাল, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি বাসুদেব ধর ও সাধারণ সম্পাদক সন্তোষ শর্মাসহ পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ বিএনপি মহাসচিবকে স্বাগত জানান।

আরবি/এস

Link copied!