ঢাকা রবিবার, ০৬ অক্টোবর, ২০২৪

চট্টগ্রাম দক্ষিণের ২১ কলেজে ছাত্রদলের সাংগঠনিক সভার আহবান

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশিত: অক্টোবর ৬, ২০২৪, ০১:১০ পিএম

চট্টগ্রাম দক্ষিণের ২১ কলেজে ছাত্রদলের সাংগঠনিক সভার আহবান

ফাইল ছবি

চট্টগ্রাম দক্ষিণ জেলার আওতাধীন কলেজ ইউনিট কমিটির নেতৃবৃন্দের সাথে দিকনির্দেশনামূলক সাংগঠনিক সভার আহবান করেছে দক্ষিণ জেলা ছাত্রদল। শনিবার (৫ অক্টোবর) রাতে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক ও দপ্তরের বিশেষ দায়িত্বপ্রাপ্ত নুর শাহেদ খাঁন রিপন স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানা গেছে।

চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের আহ্বায়ক রবিউল হোসেন রবি ও সদস্য সচিব কামরুদ্দিন সবুজ শনিবার এক জরুরি সভায় এ সিদ্ধান্ত প্রদান করেন।

জানা গেছে, আগামী ৭ অক্টোবর থেকে ১০ অক্টোবর পর্যন্ত চার দিনব্যাপী জেলার আওতাধীন কলেজ সমূহে এ দিকনির্দেশনা মূলক সাংগঠনিক সভা চলবে। সভায় জেলার আহবায়ক, সদস্য সচিব, যুগ্ম আহবায়কেরা উপস্থিত থেকে নীতিনির্ধারণী বক্তব্য রাখবেন।

দিকনির্দেশনা মূলক সাংগঠনিক সভার আহবান করার ব্যাপারে জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক নুর শাহেদ খাঁন রিপন বলেন, ‘আমরা মূলত কলেজ ক্যাম্পাসে যাবো আমাদের সাংগঠনিক অভিভাবক দেশনায়ক তারেক রহমানের রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার বার্তা নিয়ে। পাশাপাশি আমরা সাধারণ শিক্ষার্থীদের মতামত জানতে চাইবো। তারা আগামীর বাংলাদেশ কেমন দেখতে চায়। কাজেই জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ থেকে আমাদের কাছে একটা গাইডলাইন দেওয়া আছে যা আমাদের চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের শীর্ষ নেতৃবৃন্দ তাদের দায়িত্বে যে-সব কলেজ আছে সেসব কলেজের ছাত্রদল নেতৃবৃন্দের কাছে তুলে ধরবেন। ’

রিপন বলেন, পরিবর্তিত পরিস্থিতিতে ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক তারেক রহমানের নির্দেশে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রম গতিশীল করতে প্রথম ধাপে জেলার আওতাধীন কলেজ ইউনিট কমিটির নেতৃবৃন্দের সাথে আমরা দিকনির্দেশনা মূলক সাংগঠনিক সভা করার সিদ্ধান্ত গ্রহণ করেছি।

আরবি/এফআই

Link copied!