ঢাকা মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪

বিজয় দিবসে জাতীয় পতাকা নিয়ে র‌্যালি করবে ছাত্রদল

রূপালী ডেস্ক

প্রকাশিত: ডিসেম্বর ১৫, ২০২৪, ১১:৩৪ এএম

বিজয় দিবসে জাতীয় পতাকা নিয়ে র‌্যালি করবে ছাত্রদল

ছবি: সংগৃহীত

মহান বিজয় দিবস উপলক্ষ্যে কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপির অঙ্গসংগঠন ছাত্রদল। দিবসটি উপলক্ষে দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানে জাতীয় পতাকা নিয়ে র‌্যালি করবে সংগঠনটি।

ছাত্রদলের দফতর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে শনিবার (১৪ ডিসেম্বর) দিবাগত রাতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে সংগঠনটির পক্ষ থেকে বলা হয়েছে, আগামী ১৬ ডিসেম্বর (সোমবার) মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সকল জেলা, মহানগর, বিশ্ববিদ্যালয়, কলেজ, উপজেলা, থানা, পৌর শাখার অধীনস্থ সকল শিক্ষাপ্রতিষ্ঠানে জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে জাতীয় পতাকাসহ বিজয় র‍্যালি কর্মসূচি পালিত হবে।

ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এই কর্মসূচি ঘোষণা করেন এবং উক্ত কর্মসূচিতে নেতাকর্মীদের উপস্থিত থেকে কর্মসূচি সফল করার নির্দেশনা প্রদান করেন।

আরবি/এফআই

Link copied!