ঢাকা বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর, ২০২৪

তালিকায় নাম না থাকায় ফিরে গেলেন কর্নেল (অব.) অলি

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ডিসেম্বর ৪, ২০২৪, ০৫:৩০ পিএম

তালিকায় নাম না থাকায় ফিরে গেলেন কর্নেল (অব.) অলি

ছবি, সংগৃহীত

দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে অংশ নিতে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট ড.  আহমদ (বীর বিক্রম) যোগ দিলেও তালিকায় নাম না থাকায় তিনি প্রবেশ করতে পারেননি। বুধবার (৪ ডিসেম্বর) বিকেল পৌনে চারটার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংলাপে অংশ নিতে আসেন অলি আহমদ।

কিন্তু রাজনৈতিক দলগুলোর তালিকায় তার নাম না থাকায় তিনি প্রবেশ করতে পারেননি।  

এ বিষয়ে অলি আহমদ ব্যক্তিগত সহকারী সালাউদ্দিন রাজ্জাক বলেন, সংলাপে অংশ নিতে উপদেষ্টা আদিলুর রহমান ফোন করে মঙ্গলবার (৩ ডিসেম্বর) জানিয়েছিলেন। কিন্তু গেটের নামের তালিকায় নাম না থাকায় প্রবেশ করতে পারেননি।  

এর আগে মঙ্গলবার রাতে জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। তিনি শিক্ষার্থীদের বলেছেন, তোমরা অসম্ভবকে সম্ভব করেছ, এক বিজয় অর্জন করেছো, আরেক বিজয় আসবে।

আরবি/এস

Link copied!