ঢাকা মহানগর উত্তর যুবদলের আহবায়ক শরিফ উদ্দিন জুয়েল বলেছেন, ছাত্রজনতার আন্দোলনের অর্জিত বিপ্লব নসাৎয়ের ষড়যন্ত্র চলছে। আর এ চক্রান্তের সাথে পতিত আওয়ামী স্বৈরশাসক ছাড়াও আরো অনেকে জড়িত। সংস্কারের নাম করে ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করার অপচেষ্টা চলছে বললেও অভিযোগ করেন তিনি।
বৃহস্পতিবার মিরপুর ১১ নং এভিনিউতে যুবদল ঢাকা মহানগর উত্তরের পল্লবী থানার ৩নং ওয়ার্ড যুবদলের কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন যুবদল ঢাকা মহানগর উত্তর এর সদস্য সচিব সাজ্জাদুল মিরাজ।
জুয়েল বলেন, একটি রাজনৈতিক দলের কথাবার্তায় মনে হচ্ছে দেশকে বিএনপি শূন্য করতে চায়। আমি পরিস্কার বলতে চাই, আওয়ামী লীগ বিএনপিতে ধ্বংস করতে গিয়ে নিজেরাই ধ্বংস হয়ে গেছে। বিএনপি কোনো মৌলবাদী সংগঠন নয়, বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দল। আজকে যে দলটি বিএনপির বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিয়েছে এই জুলাই বিপ্লবে তাদের কতজন শহীদ হয়েছে জাতি জানতে চায়।
তিনি বলেন, যারা দলীয় শৃঙ্খলা মেনে চলবে না, চাঁদাবাজি কিংবা লুটপাটে জড়িত হবে তারা অন্তত যুবদল ঢাকা মহানগর উত্তর এ জড়িত থাকতে পারবে না। আন্দোলন সংগ্রামে যারা অংশগ্রহণ করেছে, যারা নির্যাতিত হয়েছে, যারা জেল খেটেছে, হামলা-মামলার শিকার হয়েছে এবং দলীয় নির্দেশনা মেনে চলে দলীয় প্রোগ্রামে অংশগ্রহণ করেছে তাদেরকে নিয়েই যুবদল ঢাকা মহানগরের সকল শাখার কমিটি গঠিত হবে।
ঢাকা মহানগর উত্তর এর সদস্য সচিব সাজ্জাদুল মিরাজ বলেন, যুবদল ঢাকা মহানগর উত্তর এ কোনো হাইব্রিড ও অনুপ্রবেশকারীর স্থান হবে না। যারা হাইব্রিড ও অনুপ্রবেশকারীদের দলে স্থান দেয়ার চেষ্টা করবে তাদের বিরুদ্ধে আমরা সাংগঠনিক ব্যবস্থা নিবো। তিনি বলেন, যারা দলের জন্য কাজ করবে, জনগণের জন্য কাজ করবে একমাত্র তারাই নেতা হবে।
৩ নং ওয়ার্ড যুবদলের আহবায়ক দেওয়ান বিপ্লব আমিন রাজিবের সভাপতিত্বে সদস্য সচিব ফরহাদ হোসেন রাজনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন যুবদল ঢাকা মহানগর উত্তরের সিনিয়র যুগ্ম আহবায়ক মনিরুল ইসলাম স্বপন, যুগ্ম আহবায়ক তসলিম আহসান মাসুম ও আবুল হাসান টিটু, পল্লবী থানা যুবদলের আহবায়ক হাজী নূর সালাম, সদস্য সচিব গোলাম কিবরিয়া প্রমুখ।
আপনার মতামত লিখুন :