দেশের বিভিন্ন মাজারে হামলাকারীদের শাস্তির দাবি করেছে বাংলাদেশ তরিকত পরিষদ (বিটিপি)। মাজার ও দরবারসহ ধর্মীয় প্রতিষ্ঠানে হামলাকারীদের শাস্তি দাবিতে তারা এই সংবাদ সম্মেলন করেন।
জাতীয় প্রেস ক্লাবে শনিবার (৪ জারুয়ারি) সংবাদ সম্মেলনে বক্তরা বলেন, আমাদের দুর্বল ভেবে ভুল করবেন না। আমরা চাই না দেশে সাম্প্রদায়িক বিশৃঙ্খলা সৃষ্টি হোক। আমরা সরকারকে সহায়তা করতে চাই। ছাত্রদের মাথায় কাঁঠাল রেখে অনেকে মাজারে হামলা চালাচ্ছে। আমরা সরকারকে বিপদে ফেলতে চাই না।
তারা বলেন, আমাদের আকিদা নিয়ে কথা বলতে আসবেন না। আমাদের বিরুদ্ধে অভিযোগ করে মাজারে গান-বাজনা করি। সংবিধানে কোথাও কি মাজারে গান বাজনার বিষয়ে নিষেধাজ্ঞা আছে? মাজারে ওলিদের কাছে সব মানুষ সমান। আমরা অরাজনৈতিক সংগঠন। আমাদের নিরাপত্তা দিতে হবে।
বিশেষ অতিথির বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. শাহ কাওসার মোস্তফা আবুল উলায়ী বলেন, আপনি আপনার মতো চিন্তা করেন, আমরা আমাদের মতো চিন্তা করি। আমরা কেউ মাজার পূজা করি না। মাজারে পূজা হয় না, মাজার অলি-আল্লাহর জায়গা। আমরা তৌহিদপন্থি, আমরা তাসাউফপন্থি। সবার তৌহিদ আছে, সুফিদের তৌহিদ হল সবচেয়ে বড় তৌহিদ। আমরা সবাই ন্যায়ের পথে চলবো।
জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম হলে বাংলাদেশ তরিকত পরিষদের (বিটিপি) উদ্যোগে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, গণ-অধিকার পরিষদের সভাপতি কর্নেল অব. মিয়া মশিউজ্জামান, আমার বাংলাদেশ পার্টির সদস্য সচিব মজিবুর রহমান মন্জু।
খন্দকার বাশার উদ্দিনের সভাপতিত্বে বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাসোসিয়েট প্রফেসর ড. সৈয়দ এহসানুল হাদী, তরিকত পরিষদের যুগ্ন মহাসচিব সৈয়দ আমিনুল এহসান ফেরদৌসসহ বাংলাদেশ তরিকত পরিষদের কেন্দ্রীয় নির্বাহী কমিটির অনেক নেতা।
আপনার মতামত লিখুন :