ঢাকা শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪

বন্যার্তদের পঞ্চম দিনের মত খাবার ও ঔষধ বিতরণ ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের

নিউজ ডেস্ক

প্রকাশিত: আগস্ট ২৮, ২০২৪, ০৮:২২ পিএম

বন্যার্তদের পঞ্চম দিনের মত খাবার ও ঔষধ  বিতরণ ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের

ছবি: রূপালী বাংলাদেশ

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস, সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন, সাংগঠনিক সম্পাদক নূর আলম ভূইয়া ইমন সহ একটি টীম কুমিল্লা জেলার নাঙ্গলকোট উপজেলার বটতলি ইউনিয়নের উল্লাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ক্যাম্প স্থাপন করে আশেপাশের এলাকায় খাবার ও ঔষধ সামগ্রী বিতরণ করছে। বুধবার টিমটি টানা পঞ্চম দিনের মতন তাদের ক্যাম্পের আশেপাশে তিনটি ইউনিয়নের বিভিন্ন গ্রামে ত্রাণ ও মেডিকেল সহায়তা কার্যক্রম পরিচালনা করেছে।

ঢাবি ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস এ বিষয়ে বলেন, "আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের পক্ষ থেকে এই চরম দূর্যোগে ছাত্র সংগঠন হিসেবে আমাদের সামর্থ্য অনুযায়ী সকল সঙ্কটের ন্যায় বানভাসীদের পাশে থাকার এই চেষ্টা যতদিন সম্ভব চালিয়ে যাব। আমাদের একমাত্র লক্ষ্য এই কাজের মাধ্যমে ভয়াবহ দুর্ভোগের শিকার হওয়া এই জনপদকে একটু হলেও স্বস্তি দেয়া।"

সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন বলেন,এই এলাকার বাসিন্দারা পানিবন্দী থাকার কারণে কারো বাড়িতে রান্না করতে পারছে না এজন্য  আমরা চেষ্টা করছি রান্না করা খাবার, পানি ও জরুরি কিছু ঔষধ যেখানে বাচ্চাদের প্যাম্পাস ও নারীদের স্যানিটারি ন্যাপকিন সহ প্রাথমিক চিকিৎসার জন্য প্রয়োজনীয় ঔষধ রয়েছে।এগুলো নৌকা নিয়ে এমন সব জায়গায় পৌঁছে দেয়ার চেষ্টা করছি যেখানে সাধারণের পৌছানো কষ্টকর।এলাকার মানুষেরা নিজেরদের চরম দুর্ভোগের মাঝেও আমাদের এই কাজে যথাসাধ্য সাহায্য করছেন- এটা অভাবনীয়।"

আরবি/জেডআর

Link copied!