বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির সব এজেন্ডার সাথে একমত পোষণ করে রাষ্ট্রপতির চেয়ারে ফ্যাসিবাদের দোসর রাখা যাবে না বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সদস্য সচিব ফারুক হাসান। সোমবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় দুই ঘণ্টাব্যাপী বৈঠক শেষে তিনি এ কথা বলেন।
জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারী জানান, জুলাই বিপ্লবের চেতনা সমুন্নত রাখতে সংবিধান পুনর্লিখনের দাবি জানানো হচ্ছে এবং ভবিষ্যতের যেকোনো আন্দোলনে একত্রে মাঠে থাকার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ জানান, ফ্যাসিবাদবিরোধী কর্মকাণ্ডে একত্রে কাজ চালিয়ে যাবেন এবং পর্যায়ক্রমে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে এজেন্ডা নিয়ে আলোচনা করা হবে।
আপনার মতামত লিখুন :