ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪

জাপা অফিসে আগুন, যা বললেন মহাসচিব চুন্নু

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: অক্টোবর ৩১, ২০২৪, ০৮:৩৮ পিএম

জাপা অফিসে আগুন, যা বললেন মহাসচিব চুন্নু

ছবি: সংগৃহীত

জাতীয় পার্টি (জাপা) ও ফ্যাসিবাদবিরোধী ছাত্র, শ্রমিক, জনতার মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় জাপা কার্যালয়ে আগুন দেওয়ার ঘটনা ঘটে। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সন্ধ্যার পর কাকরাইলে জাপার কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

এ বিষয়ে জানতে চাইলে জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেন, কোনো উষ্কানী ছাড়াই আমাদের অফিসে হামলা চালানো হয়েছে। হঠাৎ করে আমাদের অফিসে হামলা চালানো হয় এতে আমাদের কর্মীরা এগিয়ে আসলে প্রথমে হামলাকারীরা পালিয়ে যায়। এরপর তারা সংগঠিত হয়ে পুনরায় হামলা চালিয়ে ভাঙচুর করা হয় এবং আগুন লাগিয়ে দেওয়া হয়।

কী কারণে হামলা চালানো হল কিংবা এতে কেউ আহত হয়েছে কী না এমন প্রশ্নের জবাবে জাপা মহাসচিব বলেন, হঠাৎ কেন এমন ঘটনা ঘটল তা আমার জানা নেই। পুরো না জেনে মন্তব্য করা ঠিক হবে না। কেউ আহত হয়েছে কি না সে বিষয়ে আমার কাছে এখনও তথ্য নেই।

জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য এলাকায় ‘ফ্যাসিবাদবিরোধী ছাত্র-শ্রমিক-জনতার’ ব্যানারে মশাল মিছিল হয়। মিছিল শেষে জাপাকে ‘আওয়ামী লীগের দোসর’ আখ্যা দেয়ার পর কার্যালয় ঘেরাও করতে কাকরাইলের বিজয়নগর এলাকায় আসলে দলটির নেতাকর্মীদের সঙ্গে ছাত্র-জনতার সংঘর্ষ হয়। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন।

আরবি/ এইচএম

Link copied!