ঢাকা বুধবার, ০১ জানুয়ারি, ২০২৫

মারা গেছেন গয়েশ্বর চন্দ্রের স্ত্রী

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ডিসেম্বর ২৯, ২০২৪, ০৫:২৩ পিএম

মারা গেছেন গয়েশ্বর চন্দ্রের স্ত্রী

ছবি, সংগৃহীত

মারা গেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের স্ত্রী ঝর্ণা রায় (৭০)। রবিবার (২৯ ডিসেম্বর) বিকেল ৪টায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

এ তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেছেন তার পুত্রবধূ ও ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী।

তিনি জানান, বিকেল ৪টায় বিএসএমএমইউ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার শাশুড়ি ঝর্ণা রায় মারা যান। দীর্ঘদিন ধরে তিনি নানা রোগে আক্রান্ত ছিলেন।

মৃত্যুকালে স্বামী, দুই মেয়ে, এক ছেলে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন ঝর্ণা রায়। 

আরবি/এস

Link copied!