ঢাকা সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫
বিএনপির ৩ নেতাকে আমন্ত্রণ

ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে যুক্ত নয় সরকার: ইউএস দূতাবাস

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ১২, ২০২৫, ১০:০০ এএম

ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে যুক্ত নয় সরকার: ইউএস দূতাবাস

ছবি: রূপালী বাংলাদেশ

যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিতব্য ‘ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট’ অনুষ্ঠানে মার্কিন সরকার যুক্ত নয় বলে জানিয়েছে ঢাকায় অবস্থিত দেশটির দূতাবাস। শনিবার (১১ জানুয়ারি) সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে ইউএস দূতাবাসের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট বা আইআরএফ সামিট নামে যে আয়োজন করা হয়েছে, তার আয়োজক আমেরিকা নয়। এমনকি আয়োজকদের সঙ্গেও মার্কিন সরকারের কোনো সংশ্লিষ্টতা নেই। এতে সরকার কোনো অর্থায়নও করেনি।

এতে আরও বলা হয়, মার্কিন প্রশাসন ও এর অংশীদার সরকারগুলো বার্ষিক যে ইন্টারন্যাশনাল রিলিজিয়াস ফ্রিডম মিনিস্টেরিয়ালের আয়োজন করে, তা থেকে এই আইআরএফ সামিট সম্পূর্ণ আলাদা। গত অক্টোবরে এই আয়োজন জার্মানির বার্লিনে অনুষ্ঠিত হয়। তবে এই আইআরএফ সামিটে আমেরিকা যুক্ত হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আইআরএফ সম্মেলন বা আইআরএফ সামিটে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের কোনো সংশ্লিষ্টতা নেই। এই আয়োজনে কাদের আমন্ত্রণ জানানো হবে এবং কারা অংশ নেবেন, সে পরিকল্পনাতেও পররাষ্ট্র মন্ত্রণালয় যুক্ত নয়।

এর আগে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট’ অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দাওয়াত পেয়েছেন বলে শনিবার বিএনপির পক্ষ থেকে জানানো হয়। দলটির চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এই তথ্য জানিয়েছেন।

এতে জানানো হয়, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ছাড়াও দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীকে আমন্ত্রণ জানানো হয়েছে ট্রাম্পের ‘ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট’ অনুষ্ঠানে।

এতে আরও বলা হয়, ওয়াশিংটন ডিসিতে ‘ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট’ অনুষ্ঠিত হবে বলেও বিএনপির মহাসচিবের বরাত দিয়ে জানান শায়রুল কবির খান। ওই সময় ইউএস কংগ্রেসনাল কংগ্রেসের নেতৃত্বে জাতীয় প্রার্থনা ও প্রাতঃরাশ অনুষ্ঠিত হয়।

শায়রুল কবির খান বলেন, এই অনুষ্ঠানে যোগ দিতে শুক্রবার (১০ জানুয়ারি) আমন্ত্রণপত্র পেয়েছেন এই তিন নেতা।  

এদিকে, বিএনপির তিন নেতার আমন্ত্রণের বিষয়ে দূতাবাসে যোগাযোগ করা হলে এ নিয়ে কোনো তথ্য জানতে আইআরএফ সামিট ও ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টের ওয়েবসাইটে খোঁজ করার পরামর্শ দিয়েছে মার্কিন দূতাবাস। তাতে দেখা যায়, আমেরিকার স্থানীয় সময় আগামী ৪ ও ৫ ফেব্রুয়ারি এই আয়োজন হবে। আর প্রেয়ার হবে ৬ ফেব্রুয়ারি।

মার্কিন দূতাবাস আরও জানায়, এখানে যা কিছুই হয় না কেন, তা মার্কিন সরকারের প্রতিনিধিত্ব করে না।

আরবি/এইচএম

Link copied!