ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪

হাসিনার প্রেতাত্মারাই বিদ্যুৎ শাটডাউন কর্মসূচি হাতে নিয়েছে: রিজভী

রূপালী ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ১৮, ২০২৪, ১১:১৬ এএম

হাসিনার প্রেতাত্মারাই বিদ্যুৎ শাটডাউন কর্মসূচি হাতে নিয়েছে: রিজভী

ছবি: সংগৃহীত

ঢাকা: দেশকে অস্থিতিশীল করতে শেখ হাসিনার প্রেতাত্মারাই বিভিন্ন জেলায় বিদ্যুৎ শাটডাউন কর্মসূচি হাতে নিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

শুক্রবার (১৮ আগস্ট) সকালে রাজধানীর চন্দ্রিমা উদ্যানে জিয়াউর রহমান ফাউন্ডেশনের রজতজয়ন্তী উপলক্ষ্যে দলের প্রতিষ্ঠাতার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে এ কথা বলেন তিনি।

রিজভী বলেন, স্বৈরাচারের হিংস্র থাবা থেকে দেশ এখনও মুক্ত নয়। আওয়ামী লীগের দোসররা ক্রমাগত নাশকতা চালিয়ে যাচ্ছে।

অন্তর্বর্তী সরকারকে আরও সতর্ক হয়ে কাজ করার আহ্বান জানিয়ে বিএনপির এ সিনিয়র নেতা বলেন, সংস্কার কাজ বিলম্ব না করে দ্রুত নির্বাচন দিতে হবে। পতিত স্বৈরাচার যেন আবার ফিরে আসতে না পারে সেজন্য গণতান্ত্রিক সকল শক্তিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বানও জানান রিজভী আহমেদ।

আরবি/এফআই

Link copied!