ক্ষমতায় এলে জুলাই–আগস্ট আন্দোলনে আহতদের পুনর্বাসনের প্রতিশ্রুতি দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) জাতীয় অর্থোপেডিক হাসপাতালে চিকিৎসাধীন আহতদের দেখতে গিয়ে তিনি এ কথা জানান। এ সময় তার সঙ্গে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীও উপস্থিত ছিলেন।
সালাউদ্দিন আহমেদ বলেন, ‘কথা বলে জানলাম, আন্দোলনকারী যারা গুরুতর আহত অবস্থায় এখানে চিকিৎসাধীন আছেন, চিকিৎসাটা মোটামুটি পেলেও অন্যান্য কোনো আর্থিক সহায়তা তারা পাননি। চিকিৎসার বাহিরেও যে তাদের সহায়তা দরকার এটা আমরা বুঝি। তাদের অনেকেই বলেছেন, প্রতিশ্রুত ১ লাখ করে টাকা তারা অনেকেই পাননি। আমরা অনুরোধ করছি সরকারের কাছে, যারা এটার দায়িত্ব নিয়েছেন আর্থিক সহায়তা যেন দ্রুত পৌঁছে দেন।’
এসময় আহতদের সুচিকিৎসায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ৫ লাখ টাকা দেওয়ার কথাও জানান তিনি। পাশাপাশি গুরুতর আহতদের উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর আহ্বানও জানান বিএনপির এই নেতা।
পরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সালাউদ্দিন বলেন, ‘ফ্যাসিবাদী শক্তির পতন হলেও তারা এখনও রাজনীতি করতে চাইছে। কীভাবে তারা দেশে আবার এই অধিকার চায়?’
আপনার মতামত লিখুন :