ঢাকা রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫

জীবিকা অনিশ্চিত করে স্বাধীন সাংবাদিকতা অসম্ভব: জি এম কাদের

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ১৯, ২০২৫, ০৭:২৬ পিএম

জীবিকা অনিশ্চিত করে স্বাধীন সাংবাদিকতা অসম্ভব: জি এম কাদের

ফাইল ছবি

রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ সংবাদপত্র। সংবাদপত্রের প্রাণশক্তি সংবাদকর্মী। সাম্প্রতিক সময়ে সংবাদকর্মীরদের চাকরিচ্যুতির বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জি এম) কাদের বলেছেন, সাংবাদিকদের জীবিকা অনিশ্চিত করে কখনোই স্বাধীন সাংবাদিকতা বিকাশ সম্ভব নয়।

১৯ জানুয়ারি (রোববার) এক বিবৃতিতে চাকরি হারানো গণমাধ্যমকর্মীদের চাকরিতে পুনর্বহালের দাবিও জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান।

জি এম কাদের ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের (বিজেসি) বরাত দিয়ে তার লিখিত বিবৃতিতে জানান, গেল কয়েক মাসে দেশের বিভিন্ন টেলিভিশন সাংবাদিকতায় ১৫০ জনের বেশি গণমাধ্যমকর্মী চাকরি হারিয়েছেন। এছাড়া, দেশের বিভিন্ন প্রিন্ট ও অনলাইন পোর্টালে চাকরি হারিয়েছেন আরও কমপক্ষে ২০০ জানের বেশি। এত কম সময়ে এতো 

বিপুল সংখ্যক গণমাধ্যমকর্মীর চাকরি হারানোর ঘটনা নজিরবিহীন, যা আগে ঘটেনি।
চাকরি হারানো সকল গণমাধ্যমকর্মীদের পরিবারগুলো মানবিক বিপর্যয় সৃষ্টি হয়েছে। স্বল্প সময়ে এত ব্যাপক সংখ্যক সাংবাদিকের চাকরিচ্যুতির ন্যক্কারজনক ইতিহাস সৃষ্টি করা হয়েছে যা কোন ভাবেই উচিত নয়।

জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, বাংলাদেশের গণমাধ্যমকর্মীরা বিভিন্ন চাপে সাংবাদিকতা স্বাধীনভাবে কখনো করতে পারেনি। যারফলে, বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ সংবাদ পরিবেশন অনেক সময়ই বাধাগ্রস্ত হয়েছে। সাংবাদিকদের পেশাজীবী সংগঠনগুলোর দায়িত্ব এসকল বিষয়ে হস্তক্ষেপ করে সাংবাদিকদের নিরাপত্তা অবশ্যই নিশ্চিত করা। যাতে করে এ প্রক্রিয়ায় সাংবাদিকতার মান সমুন্নত রাখতে সহায়তা করা।


সকল সমস্যার সমাধানে মূল বিষয়কে এড়িয়ে, শুধুমাত্র অসহায় চাকরিজীবী ও সাংবাদিকদের চাকরিচ্যুতি করা অমানবিক ও ন্যায়বিচার পরিপন্থি।

লিখিত এ বিবৃতিতে এ বিষয় খতিয়ে দেখতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান জি এম কাদের।


 

আরবি/এইচএম

Link copied!