৩৩০ টি সরকারি কলেজে কর্মরত বেসরকারি কর্মীদের চাকরি স্থায়ী হয়নি। ৩৫ বছরেও চাকরি জাতীয়করণ না হওয়ার বিষয়টি অমানবিক। এটা চরম বৈষম্যের শিকার বলে মন্তব্য করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি।
রোববার (২৯ ডিসেম্বর) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে সরকারি কলেজের বেসরকারি কর্মচারী ইউনিয়ন আয়োজিত আলোচনা ও মতবিনময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
তিনি বলেন, চরমভাবে লঙ্ঘন করা হয়েছে আপনাদের অধিকার। আপনাদের ন্যায্য এ দাবি তুলে সরকারের সঙ্গে আলোচনা করা হবে। যৌক্তিক এসব দাবি পূরণ না পর্যন্ত আপনাদরকে আন্দোলন চালিয়ে যেতে হবে।
জোনায়েদ সাকি আরও বলেন, ফ্যাসিবাদী সরকারের চরম বৈষম্য শিকার এসব কলেজের তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারীরা।
হাফিজুর রহমানের সভাপতিত্বে মতবিনময় সভায় আরও বক্তব্য দেন, বেসরকারি কর্মচারী ইউনিয়নের বিভিন্ন জেলার সভাপিত, আহ্বায়ক ও সদস্যরা। এর মধ্যে বেসরকারি কর্মচারী ইউনিয়নের ঢাকা বিভাগীয় আবদুর রশিদ, রাজশাহীর এসানুল কবির, বরিশালের ইউসুব, মুক্তার হোসেন প্রমুখ বক্তব্য রাখেন। রাজস্ব খাতে স্থানান্তরসহ তিন দফা দাবি জানান তারা। দাবি আদায় না হলে কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে সংগঠনটি।
আপনার মতামত লিখুন :