ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪

নেতাকর্মীদের সাহস নিয়ে দাঁড়াতে বললেন জয়

নিউজ ডেস্ক

প্রকাশিত: আগস্ট ৮, ২০২৪, ০১:২৫ এএম

নেতাকর্মীদের সাহস নিয়ে দাঁড়াতে বললেন জয়

সজীব ওয়াজেদ জয়। ছবি: সংগৃহীত

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় বলেছেন, আওয়ামী লীগ নেতাকর্মীদের সাহস নিয়ে দাঁড়াতে। আজ বুধবার তার ভেরিফাইড ফেসবুকে দেওয়া ২ মিনিট ৩৬ সেকেন্ড-এর বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। তিনি বলেন, ‘দেশে এখন একটা বিশৃঙ্খল পরিস্থিতি চলছে, ভাঙচুর হচ্ছে, লুটপাট হচ্ছে। শহরের বাইরে নেতাকর্মীদের উপর হামলা চলছে। অনেককে হত্যা করা হয়েছে। এই পরিস্থিতিতে আমি বলতে চাইÑআওয়ামী লীগ হচ্ছে বাংলাদেশের সবচাইতে পুরনো, গণতান্ত্রিক দল। আওয়ামী লীগ কিন্ত মরে যায়নি। আওয়ামী লীগ বাংলাদেশকে স্বাধীন করেছে, আওয়ামী লীগকে শেষ করা সম্ভব না।’

সজীব ওয়াজেদ তার পূর্বের বক্তব্যের সংশোধনী দিয়ে বলেন, আমি বলেছিলাম আমার পরিবার আর রাজনীতি করবে না। তবে আমাদের নেতাকর্মীর উপর যেভাবে হামলা হচ্ছেÑএই পরিস্থিতি আমরা হাল ছেড়ে দিতে পারি না। বাংলাদেশে যদি গণতান্ত্রিক নতুন বাংলাদেশ গড়ে তুলতে হয় তাহলে আওয়ামী লীগ ছাড়া সম্ভব না। আওয়ামী লীগ সবচাইতে বড় দল, আওয়ামী লীগ কোথাও যাবে না, কোথাও যাবে না, আওয়ামী লীগকে শেষ করা সম্ভব নয়।’’ 

বাংলাদেশের বর্তমান নেতৃত্বের উদ্দেশ্যে তিনি বলেন, আওয়ামী লীগ নেতাকর্মীদের আমি বলতে চাই, আপনারা সাহস নিয়ে দাঁড়ান। আপনারা একা না, আমরা আছি, বঙ্গবন্ধু কোথাও যায়নি। আমরা আপনাদের সাথে আছি। দেশকে আওয়ামী লীগ নেতাকর্মীদের রক্ষা করার জন্য যা প্রয়োজন আমরা করতে প্রস্তুত। বর্তমান যারাই আছে ক্ষমতায় তাদেরকে আমরা বলবোÑআমরা একটি গণতান্ত্রিক শৃঙ্খল জঙ্গিমুক্ত বাংলাদেশ চাই। তার জন্য সবার সঙ্গে আলোচনা করতে প্রস্তুত। শুধুমাত্র তারা যদি জঙ্গিবাদ ও ভায়োলেন্স বাদ দেয়।শেখ হাসিনা মরে যাননি আমরা কোথাও যাইনি। বাংলাদেশ আওয়ামী লীগ ছাড়া গণতন্ত্র নির্বাচন সম্ভব না।’

আরবি/জেডআর

Link copied!