ঢাকা বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫

ক্রিস্টিনার সঙ্গে ডিভোর্সের তথ্য সামনে আনলেন জয়

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ১৪, ২০২৫, ০৮:০৬ পিএম

ক্রিস্টিনার সঙ্গে ডিভোর্সের তথ্য সামনে আনলেন জয়

ছবি: সংগৃহীত

জুলাই অভ্যুত্থানের পর শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের নানান গোপন বিষয় বেরিয়ে আসছে। টিউলিপ সিদ্দিকের পর এবার সামনে আসলেন সজীব ওয়াজেদ জয়। তার সংসার ভাঙার খবরও এসেছে এবার সামনে।

তিনি নিজেই জানিয়েছেন ‘ক্রিস্টিন এবং আমি আর একসঙ্গে নেই। আমরা প্রায় তিন বছর আগে আলাদা হয়েছি।’ সোমবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজের এক পোস্টে এ কথা জানান দেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ও সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।

সম্প্রতি তার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই) এর একটি রিপোর্ট ফাঁস করা হয়। জয়ের দাবি, রিপোর্টটি ভুল ও বিভ্রান্তিকর তথ্য দিয়ে ভরা। এফবিআইয়ের অসাবধানতা ও বোকামির কারণে রিপোর্টটির মিথ্যা প্রমাণ স্পষ্ট হয়ে উঠেছে। রিপোর্টে কয়েকটি গুরুতর ভুল রয়েছে বলেও জানান জয়।

সে তথ্যের ভুল ধরাতে গিয়ে জয় জানান,‘ক্রিস্টিন এবং আমি আর একসঙ্গে নেই। আমরা প্রায় তিন বছর আগে আলাদা হয়েছি।’

আরবি/এস

Link copied!