গত ৫ আগস্ট গণঅভ্যুত্থানের মুখে শেখ হাসিনা নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশের রাজনৈতিক অঙ্গনে বেশ সরব রয়েছে বিএনপি ও তার অঙ্গসংগঠনগুলো। মিছিল-সভা-সমাবেশের মধ্য দিয়ে আসন্ন নির্বাচনের জন্য ব্যাপক প্রস্তুতি নিচ্ছে দলটি। এরই মধ্যে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে যে মামলাগুলো ছিল সেগুলোর বিচার কার্যক্রম শেষ হতে শুরু করেছে। সেই সঙ্গে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকেও অসুস্থতা কাটিয়ে ধীরে ধীরে রাজনৈতিক অঙ্গনে সরব হতে দেখা যাচ্ছে।
তবে এবার দেশের সাবেক এই প্রধানমন্ত্রীর পুনরায় রাজনীতিতে সক্রিয়তা নতুন মোড় পেয়েছে। কারণ অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান জানিয়েছেন, আসন্ন নির্বাচনে অংশগ্রহণ করতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আইনগত কোনো বাধা নেই। শুক্রবার (২৭ ডিসেম্বর) সকালে ডিবেট ফর ডেমোক্রেসির আয়োজনে ছায়া সংসদ বিতর্কের আলোচনায় এমনটি জানান তিনি।
সেই সঙ্গে, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানেরও পরবর্তী নির্বাচনে অংশগ্রহণে কোনো আইনি বাধা নেই বলেও জানান মো. আসাদুজ্জামান।
আওয়ামী লীগের নেতাদের আগামী জাতীয় নির্বাচনে অংশ নেওয়া প্রসঙ্গে অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান বলেন, দণ্ডপ্রাপ্ত হলে শেখ হাসিনাসহ আওয়ামী লীগের নেতারা আগামী জাতীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না।
তিনি আরও বলেন, জুলাই বিপ্লব কোনো ষড়যন্ত্রের কাছে ব্যর্থ হতে পারে না। ষড়যন্ত্রকারীরা যতো শক্তিশালীই হোক না কেন, এই বিপ্লব মুছে ফেলা যাবে না।
সাবেক প্রধান বিচারপতির প্রসঙ্গে অ্যাটর্নি জেনারেল অভিযোগ করেন, সাবেক প্রধান বিচারপতি বিচারের নামে অবিচার করেছেন। যারা অবিচার ও অন্যায় করে বিচার বিভাগকে ধ্বংস করেছেন তাদের সকলের বিচার হওয়া উচিৎ।
আপনার মতামত লিখুন :