বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বর্তমানে লন্ডন ক্লিনিকে ভর্তি আছেন এবং শারীরিকভাবে সুস্থ আছেন বলে জানিয়েছেন তাঁর ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।
বুধবার রাতে তিনি সাংবাদিকদের এই তথ্য জানান। ডা. জাহিদ বলেন, লন্ডন ক্লিনিকে অধ্যাপক প্যাট্রিক কেনেডির অধীনে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার চিকিৎসা চলছে।
ডা. জাহিদ আরো জানান, প্যাট্রিক কেনেডি বাংলাদেশে খালেদা জিয়ার চিকিৎসা কার্যক্রম নিয়ে প্রশংসা করেছেন। তিনি বলেছেন, বাংলাদেশে সব পরীক্ষা-নিরীক্ষা করা সম্ভব নয়, তবে এখানে এসব পরীক্ষা করা হবে। আগামী কয়েকদিন খালেদা জিয়া এই হাসপাতালে থেকেই চিকিৎসা নেবেন।
ডা. জাহিদ বলেন, “লম্বা যাত্রার পর বেগম খালেদা জিয়া এখন লন্ডন ক্লিনিকে সুস্থ আছেন। চিকিৎসকদের সিদ্ধান্ত অনুযায়ী, খালেদা জিয়া যতদিন প্রয়োজন মনে করবেন, ততদিন এই হাসপাতালে ভর্তি থাকবেন।”
এছাড়া হাসপাতাল থেকে ছাড়া পেলে খালেদা জিয়া তার বড় ছেলে তারেক রহমানের বাসায় থাকবেন এবং সেখানে চিকিৎসকের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলবে বলেও জানান ডা. জাহিদ।
আপনার মতামত লিখুন :