ঢাকা বুধবার, ০৮ জানুয়ারি, ২০২৫

খালেদা জিয়া লন্ডন যাচ্ছেন মঙ্গলবার

রূপালী ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ৬, ২০২৫, ১২:৪১ পিএম

খালেদা জিয়া লন্ডন যাচ্ছেন মঙ্গলবার

ছবি: সংগৃহীত

আগামী ৭ জানুয়ারি চিকিৎসার উদ্দেশ্যে লন্ডন যাচ্ছেন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া।

রোববার (৫ জানুয়ারি) ফিরোজা খালেদা জিয়ার সঙ্গে বৈঠক শেষে এই কথা জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, তিনি (বেগম খালেদা জিয়া) চিকিৎসার জন্য আগামী ৭ জানুয়ারি রাতে লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করবেন। সেজন্য রোববার রাতে বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা এসেছিলাম বিদায় শুভেচ্ছা জানাতে। সেই সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে তাঁর সঙ্গে আমরা আলাপ করেছি, কথা বলেছি।

বিএনপি মহাসচিব আরও বলেন, পরম করুণাময় আল্লাহর কাছে আমরা দোয়া চেয়েছি, আল্লাহ যেনো তাঁকে (বেগম খালেদা জিয়া) সুস্থ করে আবার দেশের মানুষের কাছে, আমাদের মাঝে ফিরিয়ে নিয়ে আসেন। গণতন্ত্রের জন্য আমাদের যে সংগ্রাম চলছে সেই সংগ্রামে তিনি যেন নেতৃত্ব দেন। সেই সংগ্রামকে সফল করেন। বাংলাদেশের মানুষেরও প্রত্যাশা সেটাই।

তিনি আরও বলেন, আমাদের এই বৈঠকে রাজনৈতিক কোন আলাপ হয়নি। আমরা সবাই তিনি যেন সুস্থভাবে যেতে পারেন এবং ফিরে আসতে পারেন সেই কামনা করেছি।

আরবি/এফআই

Link copied!