ঢাকা সোমবার, ২০ জানুয়ারি, ২০২৫

হঠাৎ অসুস্থ লুৎফুজ্জামান বাবর, হাসপাতালে ভর্তি

রূপালী ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ২০, ২০২৫, ১০:৩৯ এএম

হঠাৎ অসুস্থ লুৎফুজ্জামান বাবর, হাসপাতালে ভর্তি

ছবি: সংগৃহীত

সদ্য কারামুক্ত বিএনপি নেতা ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বলে জানিয়েছেন তার পরিবারের সদস্যরা। রোববার (১৯ জানুয়ারি) রাতে বুকে ব্যথা ও শ্বাসকষ্ট অনুভব করায় তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়েছে।

জানা যায়, রাতে নেতাকর্মীদের মতবিনিময়ের সময় হঠাৎ বুকের বাঁ পাশে ব্যথা অনুভব হয় তার। পরে তাকে রাজধানীর একটি হাসপাতালে নেওয়া হয়। প্রাথমিক পরীক্ষা নিরীক্ষা শেষে সিসিইউতে ভর্তি আছেন বাবর। সুস্থতায় সকলের নিকট দোয়া চেয়েছেন নেত্রকোণা, মদন মোহনগঞ্জ ও খালিয়াজুড়ি বিএনপি’র নেতাকর্মীরা।

বাবরকে হাসপাতালে নিয়ে যাওয়া তার কর্মী ও ব্যক্তিগত নিরাপত্তা রক্ষীরা জানান, রোববার (১৯ জানুয়ারি) রাতে নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় চলাকালীন সময়ে হঠাৎ করেই বুকের বা পাশে কথা অনুভব করেন এবং একই সঙ্গে শ্বাসকষ্টের সমস্যা ও অনুভব করেন। পরে রাজধানীর বেসরকারি একটি হাসপাতালের অ্যাম্বুলেন্স আনিয়ে তাকে হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তিনি সিসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।

আরবি/জেআই

Link copied!