জামায়াতের আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ফ্যাসিস্ট শাসনামলে সাংবাদিক এবং সংবাদপত্রের ওপর ব্যাপক নির্যাতন চালানো হয়েছিল। ওই সময়ে যদি সংবাদ মাধ্যমগুলো সত্য তুলে ধরতে পারত, তবে ফ্যাসিস্টরা চেপে বসতে পারত না।
সোমবার (২০ জানুয়ারি) সকালে মগবাজারে দৈনিক সংগ্রামের কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, সাংবাদিকদের উচিত, সত্য প্রকাশে সব সময় দৃঢ় অবস্থান নেয়া, যেকোনো পরিস্থিতিতেই।
জামায়াতের আমির বলেন, বাংলাদেশের স্বাধীনতার পর পরই সংবাদপত্রের ওপর কঠোর নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছিল। রাষ্ট্র নিয়ন্ত্রিত ৪টি মিডিয়া ছাড়া বাকি সব মিডিয়াকে নিষিদ্ধ করা হয়েছিল, যার মধ্যে দৈনিক সংগ্রামও ছিল। তবে সময়ের সাথে সাথে সেই পথ আবারো খোলা হয়েছে।
ডা. শফিকুর রহমান বলেন, আওয়ামী লীগ শহীদের একটি নতুন সংজ্ঞা প্রদান করেছিল। তাদের কাছে যাদের শহীদ বলা হতো, তারাই শহীদ, আর অন্য কেউ নয়। শুধু জাতির উপরই নয়, সংবাদমাধ্যমের ওপরও তারা আক্রমণ চালিয়েছিল।
তিনি আরো বলেন, সাংবাদিকরা যদি জাতির দর্পণ এবং বিবেক হিসেবে কাজ করতেন, তবে ফ্যাসিবাদী শাসন এইভাবে জাতির ওপর চেপে বসতে পারত না।
তিনি আরও বলেন, সংবাদ মাধ্যমের কাজ হল সাদা বলতে সাদা এবং কালো বলতে কালো বলা। কোনো সাংবাদিকের ব্যক্তিগত মতামত বা বক্তব্য এখানে স্থান পাবে না, সত্য থেকে কোনো বিচ্যুতি হবে না। ফ্যাসিবাদী শাসনামলে এসব কিছুই সম্ভব ছিল না এবং এখনো আমরা এর কিছু আঁচ পাচ্ছি।
অনুষ্ঠানে আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান বলেন, মত প্রকাশের স্বাধীনতা থাকতে হবে এবং মত প্রকাশের কারণে কাউকে হয়রানি করা চলবে না। কোনো সরকারের অধীনে সাংবাদিকদের চাকরি হারানো উচিত নয় এবং কোনো অপরাধ প্রমাণিত না হওয়া পর্যন্ত সাংবাদিকদের আটক করা উচিত নয়, এই বিষয়গুলো নিয়ে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।
আপনার মতামত লিখুন :