ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪

অবশেষে মোবাইল ফোন ফিরে পেলেন মির্জা আব্বাস

রূপালী ডেস্ক

প্রকাশিত: ডিসেম্বর ১৮, ২০২৪, ১০:২৩ এএম

অবশেষে মোবাইল ফোন ফিরে পেলেন মির্জা আব্বাস

ছবি: সংগৃহীত

বাংলাদেশের ৫৪তম বিজয় দিবস উপলক্ষে রাষ্ট্রপতির আমন্ত্রণে বঙ্গভবনে অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে হারানো মোবাইল ফোন ফিরে পেয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) এ তথ্য জানান বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

এর আগে সোমবার (১৬ ডিসেম্বর) বাংলাদেশের বিজয় দিবস উপলক্ষে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেছিলেন রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন এবং ফার্স্ট লেডি ড. রেবেকা সুলতানা। অনুষ্ঠানে মির্জা আব্বাস যেখানে বসেছিলেন তার পাশের একটি চেয়ারে মোবাইল ফোনটি রেখেছিলেন। পরে ফোনটি আর খুঁজে পাননি।

সংবাদমাধ্যমকে শায়রুল জানিয়েছিলেন, বিষয়টি তিনি রাষ্ট্রপতির প্রেসসচিব জয়নাল আবেদীনকে অবহিত করেছিলেন। পরবর্তীতে আজ বুধবার (১৮ ডিসেম্বর) ফোনটি পাওয়া গেছে।

 

আরবি/জেআই

Link copied!