জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ ঢাকা জেলা কমিটির উদ্যোগে ২৮ ডিসেম্বর সকাল ১১টায় বঙ্গবন্ধু এভিনিউস্থ কর্নেল তাহের মিলনায়তনে জাসদ ঢাকা জেলা কমিটির সদ্যপ্রয়াত সভাপতি মফিজুল ইসলামের শোকসভা অনুষ্ঠিত হয়।
ঢাকা জেলা জাসদের সহ-সভাপতি বাবু উত্তম দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত শোকসভায় বক্তব্য রাখেন জাসদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা শফিউদ্দিন মোল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মোহসীন, যুগ্ম সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান চুন্নু, জাতীয় যুব জোটের সভাপতি শরিফুল কবির স্বপন, ছাত্রলীগ (বৈজ্ঞানিক সমাজতন্ত্র) কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক মাসুদ আহমেদ, সহ-সম্পাদক নঈম মল্লিক, প্রয়াত জাসদ নেতা মফিজুল ইসলামের কনিষ্ঠ পুত্র সাইফুল ইসলাম, জামাতা কাওসার হোসেন, ঘনিষ্ঠ বন্ধু যুব সমিতির সাবেক সাধারণ সম্পাদক আকতার হোসেন প্রমূখ।
বক্তারা প্রয়াত জাসদ নেতা মফিজুল ইসলামের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, তিনি জীবনের শেষ দিন পর্যন্ত জাসদের সমাজ পরিবর্তনের রাজনৈতিক আদর্শকে ধারণ করেছেন, বুক দিয়ে জাসদকে আগলে রেখেছিলেন, জাসদের পতাকা সমুন্নত রেখেছিলেন। কোনো ধরণের ব্যক্তিগত স্বার্থ, লাভ, লোভ, রাজনৈতিক বিভ্রান্তি মফিজুল ইসলামকে স্পর্ষ করতে পারেনি।
বক্তারা বলেন, দেশকে যখন সুপরিকল্পিতভাবে রাজিনীতিশূন্য করা-বিরাজনীতিকরণের ভয়ংকর অভিযান চলছে তখন প্রয়াত মফিজুল ইসলামের মত অভিজ্ঞ পোড়খাওয়া রাজনৈতিক কর্মীদের দেশের জন্য খুব প্রয়োজন।
বক্তারা বলেন, দেশে যে সাংবিধানিক শূন্যতা, রাজনৈতিক শূন্যতা, শাসন শূন্যতা, নেতৃত্ব শূন্যতা চলছে তা মোকাবেলা করে আধুনিক উদার গণতান্ত্রিক, অসাম্প্রদায়িক, ধর্মনিরপেক্ষ, সাম্যবাদী, মানবতাবাদী, দেশপ্রেমিক ব্যক্তি-রাজনৈতিক নেতা ও কর্মী, শক্তি, দল, মহলকে আদর্শিক ভিত্তির উপর দাঁড়িয়ে ঐক্যবদ্ধ হতে হবে। মহান স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে মীমাংসিত বিষয়গুলিকে অমীমাংসিত করা ও মুছে ফেলার রাজনীতির বিরুদ্ধে সোচ্চার হতে হবে।
সভা থেকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রনোদিত ঢালাও মিথ্যামামলায় বন্দী জাসদ সভাপতি হাসানুল হক ইনু, ময়মনসিংহ মহানগর জাসদের সভাপতি ময়মনসিংহ সিটি কর্পোরশনের পর পর সাতবার নির্বাচিত কাউন্সিলর সৈয়দ শফিকুল ইসলাম মিন্টুসহ রাজবন্দিদের নিঃশর্ত মুক্তি দাবি করা হয়।
এখানে উল্লেখ্য গত ১৩ ডিসেম্বর গৌরনদীতে এক সড়ক দূর্ঘটায় নিহত হন।
আপনার মতামত লিখুন :