ঢাকা রবিবার, ১২ জানুয়ারি, ২০২৫

জনগণকে বাদ দিয়ে কোন সংস্কার নয়: খসরু

বিশেষ প্রতিনিধি

প্রকাশিত: নভেম্বর ১২, ২০২৪, ১০:২৮ পিএম

জনগণকে বাদ দিয়ে কোন সংস্কার নয়: খসরু

ছবি: সংগৃহীত

জনগনকে বাইরে রেখে কেনো সংস্কার গ্রহনযোগ্য হবে না বলে মন্তব্যকরেছেন আমীর খসরু মাহমুদ চৌধুরী। মঙ্গলবার দুপুরে এক আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য এই মন্তব্য করেন। 

তিনি বলেন, ‘‘যারা সংস্কারের কথা বলছেন সেই সংস্কার নিয়ে যদিচিন্তা করতে হয় জাতীয় ঐক্যমত্যের ব্যাপার রয়েছে। আর সংস্কারের সাথে সবচেয়েগুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে, জনগনের সমর্থন থাকতে হবে সংস্কারে, জনমতেরপরিপ্রেক্ষিতে সংস্কার করতে হবে, জনগনের আস্থা নিয়ে সংস্কার করতে হবে। সেটা একমাত্র সম্ভব একটা নির্বাচনে সরকারের পক্ষে। অনির্বাচিতকোনো সরকার নিজের চিন্তা-ভাবনায়, নিজের ধারনায়, নিজেদের দর্শনে কারো কোনো সংস্কারকরার সুযোগ নেই। প্রত্যেকটি দলকে জনগনের কাছে যেতে হবে। জনগন সিদ্ধান্ত দেবে আগামীপার্লামেন্ট সেই সংস্কারগুলো সংসদে পাস করবে। কোনো সমস্যা তো নাই। কিন্তু জনগনকে বাইরে রেখে যে বয়ান তৈরি করা হচ্ছে সেই বয়ান জাতির কাছে গ্রহনযোগ্য নয়।”

আমীর খসরু বলেন, ‘‘স্বাধীনতারপরে শেখ মুজিবুর রহমান উনি একটা বয়ান করেছেন। মানে বাংলাদেশ কিভাবে চলবে উনার একটাবয়ান ছিলো, আবার স্বৈরাচার এরশাদের একটা বয়ান ছিলো, আবার ফ্যাসিস্ট সরকার শেখহাসিনার আরেকটা বয়ান ছিলো। যে উন্নয়ন গণতন্ত্রের উধর্বে চলে গেছে।

এসব বয়ানেজনগনের সমর্থন ছিলো না। যে সমস্ত বিষয়ে জাতীয় ঐক্যমত আছে সেই সমস্ত বিষয়তারা (অন্তবর্তীকালীন সরকার) সংস্কার করতে পারে। বিএনপির পক্ষ থেকে এ ব্যাপারে কোনোআপত্তিও নাই। শুধুমাত্র সেই ক‘টি সংস্কার যে সংস্কারের মাধ্যমে আমরা গণতান্ত্রিকঅর্ডার দ্রুত ফিরে যেতে পারে এবং সেটি জাতীয় ঐক্যমত্যের পরিপ্রেক্ষিতে। বাকি সংস্কারদেশের জনগনের কাছে যেতে হবে ভোটের মাধ্যমে তাদের নিজস্ব প্রস্তাব নিয়ে।”

তিনি বলেন, ‘‍‍`কোনো নতুন বয়ান শুনতে জনগন রাজি নয়। একমাত্র বয়ানহচ্ছে যে, নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের জনগনের কাছে তার মালিকানা ফিরিয়ে দেয়া। 

এই বয়ানের বাইরে বিভিন্ন বয়ান দিয়ে বিগত বছরগুলো যারা দেশ শাসনকরেছে তাদেরকে জনগন প্রত্যাখান করেছে। নতুন বয়ান হচ্ছে, বাংলাদেশের মালিকানাফিরিয়ে দিতে হবে, গণতান্ত্রিক অর্ডারে ফিরে যেতে হবে। বাংলাদেশের মানুষ সিদ্ধান্তনেবে বাংলাদেশ কোন পথে যাবে।”বিরোধী রাজনেতিক দলগুলো ‘ঐক্যবদ্ধভাবে ৩১ দফা সংস্কার প্রস্তাব’বাস্তবায়ন করতে জাতির কাছে প্রতিজ্ঞাবদ্ধ বলেও জানান আমীর খসরু। 

জাতীয় প্রেসক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে ‘ভয়েস ফর ডেমোক্রেসি অ্যান্ড ভোটার রাইটস’ সংগঠনের উদ্যোগে ‘টেইক ব্যাক বাংলাদেশ : নাগরিক ভাবনা’ শীর্ষক এই আলোচনা সভা হয়।মূলপ্রবন্ধ পাঠ কনে শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক সহকারি অধ্যাপকমজিবুর রহমান। ভয়েস ফর ডেমোক্রেসি এ্যান্ড ভোটার রাইটসের আহ্বায়ক মোস্তফাকামাল মজুমদার ও সদস্য সচিব হুমায়ুন ব্যাপারির সঞ্চলনায় আলোচনা সভায় বিএনপিরনির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ, ফরিদুল আলম মজুমদার, কৃষ্টিয়া বিশ্ববিদ্যালয়ের মতিনুর রহমান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইফতেখার আলমমাসুম, অধ্যাপক মতিউর রহমান, সাংবাদিক আমিরুল ইসলাম কাগজী প্রমূখ বক্তব্য রাখেন।

আরবি/জেডআর

Link copied!