গণহত্যাকারী শেখ হাসিনার ভারতীয় ভিসার মেয়াদ বাড়ানোর বিষয়টি বাংলাদেশের জনগণ ভালোভাবে গ্রহণ করেনি বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
বুধবার (৮ জানুয়ারি) সকালে রাজধানীর গেণ্ডারিয়ায় জুলাই বিপ্লবে নিহত চারজনের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ শেষে এ কথা বলেন তিনি।
রিজভী বলেন, ভারত শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়ানোর মাধ্যমে তাদের স্বাধীনতা ও গণতন্ত্রকে অবমূল্যায়ন করছে।
রিজভীর অভিযোগ, সরকারের কারণে আন্তর্জাতিক বাজারে নিত্যপণ্যের দাম বৃদ্ধি পেয়েছে। যার ফলে জনগণের প্রত্যাশা পূরণ হয়নি। এসময় মুদ্রণ ব্যবসার সঙ্গে শেখ হাসিনার ঘনিষ্ঠজনদের সম্পর্ক রয়েছে বলেও তিনি দাবি করেন।
এছাড়া, রিজভী বলেন, যারা জনগণের বিরুদ্ধে অস্ত্র ধরেছে, তাদের বিচার হওয়া উচিত। পরে তিনি শেখ হাসিনার সহচরদের নামে থাকা সকল স্থাপনার নাম পরিবর্তন করে শহীদদের নামে নামকরণ করার আহ্বান জানান।
আপনার মতামত লিখুন :