ঢাকা বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪

‘আগামী বছরের মধ্যেই সম্ভাব্য সংস্কার করে নির্বাচনের ব্যবস্থা করতে হবে’

বিশেষ প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ২৫, ২০২৪, ০৪:২০ পিএম

‘আগামী বছরের মধ্যেই সম্ভাব্য সংস্কার করে নির্বাচনের ব্যবস্থা করতে হবে’

ছবি: সংগৃহীত

সার্বভৌমত্ব রক্ষায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে প্রয়োজনীয় সংস্কার করে ২০২৫ এর মধ্যে নির্বাচন দেয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন।

বুধবার (২৫ ডিসেম্বর) সকালে জাতীয় প্রেসক্লাবে জিয়া শিশু কিশোর মেলা আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ আহ্বান জানান।

অন্তর্বর্তী সরকারকে ইতিহাসের সবচেয়ে দুর্বল সরকার আখ্যা দিয়ে বলেন, দ্রুত নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে। এসময় সরকার মুখে সংস্কারের কথা বললেও দৃশ্যমান কোন সংস্কার দেখা যাচ্ছে না বলে অভিযোগ করেন।

এসময় সবাইকে সতর্ক করে তিনি বলেন, আন্দোলনের আকাঙ্খাকে বিভক্ত হতে দেয়া যাবে না। তাহলে ফ্যাসিবাদরা সুযোগ পাবে। ঐক্যবদ্ধ নেতৃত্ব দিয়ে আগামী নির্বাচনে জয়ী হওয়ার আশাবাদ ব্যক্ত করেন ড. আসাদুজ্জামান রিপন।

আরবি/জেআই

Link copied!