ঢাকা: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারকে গুরুত্বপূর্ণ বিষয়গুলো সংস্কারের জন্য যৌক্তিক সময় দেয়া হবে। শনিবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে নরসিংদীর ভগিরথপুর ঈদগাহ ময়দানে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মঈন খান বলেন, ছাত্র-জনতা অভ্যুত্থানের মাধ্যমে দ্বিতীয় স্বাধীনতা অর্জনের পর বর্তমান সরকারকে দায়িত্ব দিয়েছে। জনগনের ভোটে নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর পর্যন্ত সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানান তিনি।
তিনি বলেন, একটি সৎরাষ্ট্রের নীতি হলো জনগণের নির্বাচিত সরকারের মাধ্যমে দেশ পরিচালনা করা হবে। আশা করি, এই সরকার একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করবে। সভা শেষে বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত চার জনের পরিবারকে আর্থিক সহযোগিতা প্রদান করা হয়।
আপনার মতামত লিখুন :