হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলমের সঙ্গে মিথ্যাচার করেছে মাওলানা সাদের অনুসারীরা বলে অভিযোগ করেছেন হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক। বুধবার কাকরাইল মসজিদের সামনে এসব কথা বলেন তিনি।
মামুনুল হক বলেন, ইজতেমা হবে কি হবে না, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে ওলামা সম্মেলনে। ইজতেমা ময়দান সংঘাত সম্পর্কে এটা ২ পক্ষের সংঘর্ষ নয়, ঘুমন্ত সাথী ভাইদের ওপর একতরফা হামলা।
একইসাথে, মিডিয়া মিথ্যা সংবাদ প্রচার করলে তাদেরও খেসারত দিতে হবে বলে সতর্ক করেন মামুনুল হক।
হামলাকারীদের গ্রেপ্তার না করা হলে পরিস্থিতি সামাল দেওয়া যাবে না। ওসামা বিন ওয়াসিফ এর নেতৃত্বে যে হামলা হয়েছে জানিয়ে মামুনুল হক বলেন, তার সব সিসিটিভি ফুটেজ আছে। তখন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলম কাকরাইল মসজিদে দু`পক্ষের মীমাংসার জন্য অবস্থান করছিলেন।
উল্লেখ্য, গতকাল এর আগে গাজীপুরের টঙ্গীতে বিশ্ব ইজতেমা ময়দানে দুগ্রুপের সংঘর্ষের ঘটনায় ৩ জন নিহত হয়। বুধবার ভোর ৪টার দিকে এই সংঘর্ষের ঘটনা ঘটে। ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
আপনার মতামত লিখুন :