গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেছেন, সচিবালয়ে অগ্নিকাণ্ড নাশকতার অংশ কি না, রাষ্ট্রের সমস্ত শক্তি দিয়ে এর তদন্ত করতে হবে। দায়ীদের চিহ্নিত করে বিচারের আওতায় আনতে হবে।
শুক্রবার বিকেলে কুমিল্লা টাউন হল মিয়লনায়তনে আয়োজিত গণসংলাপের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কুমিল্লা জেলা কমিটির উদ্যোগে ‘রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তরে নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠা’র দাবিতে গণসংলাপটি অনুষ্ঠিত হয়।
জোনায়েদ সাকি বলেন, একাত্তরের যে আকাঙ্ক্ষা বাস্তবায়নে স্বাধীনতা পরবর্তী সরকারগুলো ব্যর্থ হয়েছে, চব্বিশে এর পুনরাবৃত্তি হতে দেওয়া যাবে না। জুলাই অভ্যুত্থানে শহীদের রক্তের ওপর দাঁড়িয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠা করতে হবে। মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষা সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায়বিচারই হবে এ রাজনৈতিক বন্দোবস্তের অঙ্গীকার।
দলের নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল বলেন, শহীদদের রক্তের ঋণই হলো নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠা। জনগণের অংশগ্রহণের মাধ্যমেই সত্যিকার রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক বদল ঘটানো সম্ভব। গণসংহতি আন্দোলন সে কারণেই দেশব্যাপী গণসংলাপের আয়োজন করে জনগণের মতামত নিচ্ছে।
আপনার মতামত লিখুন :