ঢাকা বুধবার, ০৮ জানুয়ারি, ২০২৫

অবশেষে সশরীরে দেখা হচ্ছে মা-ছেলের

রূপালী ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ৬, ২০২৫, ০২:০১ পিএম

অবশেষে সশরীরে দেখা হচ্ছে মা-ছেলের

ছবি: সংগৃহীত

দীর্ঘ সাত বছর রাজনৈতিক কাঁটাতারে বাঁধা ছিল বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও তাঁর ছেলে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সম্পর্ক। অসুস্থতা, রাজনৈতিক অস্থিরতা- কোনকিছুতেই সশরীরে সাক্ষাৎ হয়নি এই মা-ছেলের।

তবে গত ৫ আগস্ট ছাত্র-শ্রমিক-জনতার গণঅভ্যুত্থানের পর এই নতুন বাংলাদেশে যেমন নতুন সূর্যের উদয় হয়েছে, ঠিক তেমনই রাজনীতিতে পুনরায় জাগ্রত হয়েছে বিএনপি। আওয়ামী লীগের আমলে যে মামলার বেড়াজালে আটকে ছিল দলটির নেতাকর্মীরা, নতুন বাংলাদেশে ধীরে ধীরে সেসব থেকে বেরিয়ে আসছেন তারা।

যে ধারাবাহিকতায় এবার দীর্ঘ সময় পর উন্নত চিকিৎসার উদ্দেশ্যে লন্ডনে যাচ্ছেন দলটির শীর্ষ নেত্রী বেগম খালেদা জিয়া। সব ঠিক থাকলে মঙ্গলবার (৭ জানুয়ারি) উন্নত চিকিৎসার জন্য লন্ডন যাবেন তিনি। আর এর মাধ্যমে ৭ বছর পর গর্ভধারিণী মাকে সামনাসামনি দেখতে পাবেন বিএনপির এই ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

জানা গেছে, মঙ্গলবার (৭ জানুয়ারি) রাত ১০টায় কাতার আমির শেখ তামিম বিন হামাদ আল থানির পাঠানো ‘বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স’ ফ্লাইটে লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন খালেদা জিয়া। এরই মধ্যে সম্পন্ন হয়েছে সফরের সব প্রস্তুতি।

আর লন্ডন এয়ারপোর্ট থেকে তারেক রহমান এবং তার স্ত্রী ডা. জোবায়দা রহমান ও বিএনপির দুইজন নেতা বেগম জিয়াকে রিসিভ করে হাসপাতালে নিয়ে যাবেন। বেগম জিয়ার চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন সোমবার (৬ জানুয়ারি) এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন।

এসময় দেশবাসীকে ধন্যবাদ জানিয়ে সবার কাছে সুস্থতার জন্য খালেদা জিয়া দোয়া চেয়েছেন বলেও জানানো হয়। সেই সাথে গত ১৫ বছরে নিরবচ্ছিন্নভাবে সংবাদ প্রচার করায় গণমাধ্যম ও গণমাধ্যম কর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েও দোয়া চেয়েছেন তিনি।

আরবি/এফআই

Link copied!