ঢাকা শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪

শহীদি মার্চে লাখো ছাত্র-জনতার ঢল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: সেপ্টেম্বর ৫, ২০২৪, ০৪:৩০ পিএম

শহীদি মার্চে লাখো ছাত্র-জনতার ঢল

ছবি, সংগৃহীত

ঢাকা: ছাত্র-জনতার অভ্যুত্থানে পদত্যাগ করেন শেখ হাসিনা। যার এক মাস পূর্তি উপলক্ষে ‍‍`শহীদি মার্চ‍‍` পালন করছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) বিকাল পৌনে ৪টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রাজু ভাস্কর্যের সামনে থেকে এই মার্চ কর্মসূচি শুরু হয়।

শহীদি মার্চে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও স্কুল-কলেজের শিক্ষার্থীরা অংশ নেন। শহীদি মার্চটি নীলক্ষেত, নিউ মার্কেট, কলাবাগান, মিরপুর রোড ধরে মানিক মিয়া অ্যাভিনিউ সংসদ ভবনের সামনে দিয়ে ফার্মগেট, কারওয়ান বাজার, শাহবাগ, রাজু ভাস্কর্য হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হবে।

এর আগে দুপুর ২টার পর থেকেই রাজু ভাস্কর্যের সামনে জড়ো হন হাজার হাজার শিক্ষার্থী। এসময় তারা  "দিয়েছি তো রক্ত, আরো দিব রক্ত," "রক্তের বন্যায়, ভেসে যাবে অন্যায়", "শহীদের স্মরণে, ভয় করিনা মরণে", "আমাদের শহীদেরা, আমাদের শক্তি", "আবু সাঈদ-মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ", "লাল সবুজের পতাকায়, শহীদদের দেখা যায়", "জেগেছে রে জেগেছে, ছাত্র সমাজ জেগেছে", "লেগেছে তে লেগেছে, রক্তে আগুন লেগেছে", "হই হই রই রই, ছাত্রলীগ গেলি কই", "আমার ভাইয়ের খুনি ধর, খুনি হাসিনার বিচার কর", "উই ওয়ান্ট, জাস্টিস" সহ বিভিন্ন স্লোগান দেন।

এদিকে, দিনটি ঘিরে ‘শহীদি মার্চ’ কর্মসূচি পালন করবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। ঘোষিত এই কর্মসূচি ঘিরে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

শহীদি মার্চের মিছিল ঘিরে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে জানিয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) মো. ইসরাইল হাওলাদার বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহিদি মার্চের কর্মসূচিকে কেন্দ্র করে যাতে কোনও অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি না হয়, সেজন্য কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। বিশেষ করে বিভিন্ন পয়েন্টে স্ট্রাইক ফোর্স থাকছে। মিছিলের সামনে ও পেছনে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হবে। এছাড়াও সাদা পোশাকের পুলিশ সদস্যরাও কাজ করবেন। যাতে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা যায়।

আরবি/এস

Link copied!