ঢাকা সোমবার, ০৬ জানুয়ারি, ২০২৫

ছাত্রদের আর কাগজের টুকরো নিয়ে দৌড়াতে হবে না: জামায়াত আমির

রূপালী ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ৪, ২০২৫, ০২:০৪ পিএম

ছাত্রদের আর কাগজের টুকরো নিয়ে দৌড়াতে হবে না: জামায়াত আমির

ছবি: সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আমরা ছাত্র সমাজকে কথা দিচ্ছি, আমরা ক্ষমতায় গেলে এমন শিক্ষা ব্যবস্থা হবে, তোমাদের কাগজের টুকরো নিয়ে দৌড়াতে হবে না। লেখাপড়া শেষ করেই নিশ্চিত কর্মে যোগদানের ব্যবস্থা করা হবে।

শনিবার (৪ জানুয়ারি) কুষ্টিয়া সরকারি কলেজ মাঠে দলীয় কর্মী সম্মেলনে এসব কথা বলেন তিনি।

জামায়াত আমির বলেন, দখলদারমুক্ত বাংলাদেশ গড়তে সিন্ডিকেট ভেঙে দিতে হবে। জামায়াত দখলবাজি-চাঁদাবাজি করে না।

বিগত সরকার দেশের শিক্ষাখাতকে ধ্বংস করেছে উল্লেখ করে ডা. শফিকুর রহমান বলেন, তাদের (আ. লীগ নেতা) ছেলেমেয়েরা দেশে পড়াশোনা করে না। তাই দেশের শিক্ষাখাতের উন্নয়নে তাদের দৃষ্টি ছিল না।

নারীদের অধিকার ও সম্মানে জামায়াত প্রতিজ্ঞাবদ্ধ উল্লেখ করে তিনি বলেন, অনেকে বলে জামায়াত ক্ষমতায় গেলে এদেশের মহিলারা বিপদে পড়বে; এটা মিথ্যা। কাউকে জোর করে বোরকা পরানো হবে না, যার যা ইচ্ছে তিনি তাই পরবেন। রাষ্ট্রের বিভিন্ন দায়িত্ব পালনের পাশাপাশি নারীরা সবচেয়ে নিরাপদে থাকবেন বলেও জানান ডা. শফিকুর।

আরবি/এফআই

Link copied!