ঢাকা বুধবার, ০৮ জানুয়ারি, ২০২৫

বিএনপির স্থায়ী কমিটির বৈঠক ডাকলেন তারেক রহমান

রূপালী ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ৬, ২০২৫, ০৩:৫১ পিএম

বিএনপির স্থায়ী কমিটির বৈঠক ডাকলেন তারেক রহমান

ফাইল ছবি

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাত সাড়ে ৮টায় দলের স্থায়ী কমিটির বৈঠক ডেকেছেন। সোমবার (৬ জানুয়ারি) রাত সাড়ে ৮টায় গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে তারেক রহমানের সভাপতিত্বে বৈঠক হবে বলে জানান বিএনপির মিডিয়া সেল সদস্য শায়রুল কবির খান।  বৈঠকে ভার্চুয়ালি যুক্ত থাকবেন তারেক রহমান।

জানা গেছে, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া চিকিৎসাজনিত সফরকে সামনে রেখে এ বৈঠকটি হচ্ছে আজ। এতে দলের নীতি কৌশল ও নতুন সিদ্ধান্ত নিয়ে আলোচনা হতে পারে।

উল্লেখ্য, চিকিৎসার জন্য বেগম খালেদা জিয়াকে লন্ডনের উদ্দেশ্যে সরাসরি এয়ার অ্যাম্বুলেন্সে উঠানো হবে। সে জন্য নেতাকর্মীদের ভিড় কমানোর পরামর্শ দেওয়া হয়েছে। তবে সিনিয়র নেতারা বিমানবন্দরে বিদায়ী শুভেচ্ছা জানাতে যাবেন কিনা, এ বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।

আরবি/জেআই

Link copied!