বিএনপি সরকার গঠনে সক্ষম হলে সারাদেশে স্বৈরাচারবিরোধী আন্দোলনে শহীদদের নামে স্থান ও প্রতিষ্ঠানের নামকরণের প্রস্তাব করা হবে বলে জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সোমবার (১৮ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবে ‘আমরা বিএনপি পরিবারের’ আয়োজনে ২৪’র গণআন্দোলনে পঙ্গুত্ববরণকারী ছাত্র-জনতা ও দুস্থদের মাঝে হুইলচেয়ার বিতরণকালে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, স্বৈরাচারমুক্ত বর্তমান পরিস্থিতি তৈরি করতে বিগত ১৭ বছরে বহু মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। ভোটাধিকার ফিরিয়ে আনার জন্য বিএনপির বহু নেতাকর্মী আত্মাহুতি দিয়েছে। ছাত্র-জনতার অভ্যুত্থানে জুলাই-আগস্ট মাসেও বহু মানুষ শহীদ হয়েছেন, আহত হয়েছেন। তাদের পাশে যতটুকু সম্ভব সহযোগিতার হাত বাড়িয়ে দাঁড়ানো সবার দায়িত্ব।
তারেক রহমান বলেন, বিএনপি আগামীতে সরকারে গেলে রাষ্ট্রের পক্ষ থেকে যেসব পরিবারে এ ধরনের পঙ্গু মানুষ আছে, তাদের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া হবে। যারা শহীদ হয়েছেন, নিজের জীবন উৎসর্গ করেছেন এরকম প্রতিটি মানুষের নামে বিভিন্ন এলাকায় রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলো তৈরি হবে। এই মানুষগুলোর নাম যাতে হারিয়ে না যায়, সেজন্য রাষ্ট্রীয় যে সকল প্রতিষ্ঠান সেটি থানা পর্যায়ে হোক, জেলা পর্যায়ে হোক, বিভাগ পর্যায় হোক, ঢাকা শহরে হোক বিভিন্ন স্থানে এই শহীদদের নামে সেই প্রতিষ্ঠানগুলোর নামকরণ করার একটি প্রস্তাবনা আমাদের আছে।
তারেক রহমান বলেন, গত ১৭ বছর ধরে আমরা স্বৈরাচারের বিরুদ্ধে বিভিন্ন পর্যায়ে আন্দোলন করেছি। মানুষ তার অধিকার ও কথা বলার অধিকার ফিরে পাওয়ার জন্য যে আন্দোলন করেছে, সেই আন্দোলনে যারা বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন, আজকের সেরকম কিছু সংখ্যক মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। এই মুহূর্তে দেশ স্বৈরাচার মুক্ত। এই পরিস্থিতি অর্জন করার জন্য সমগ্র বাংলাদেশে দলমত নির্বিশেষে বহু মানুষ অনেক ক্ষেত্রে রাজনৈতিক কর্মী, অরাজনৈতিক কর্মী কিন্তু দেশপ্রেমিক মানুষ বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। সকল মানুষকে ব্যক্তিগতভাবে কতটুকু সাহায্য করা সম্ভব আমরা হয়তো কেউই জানি না।
তবে যে মানুষগুলো ক্ষতিগ্রস্ত হয়েছেন, যারা শহীদ হয়েছেন তাদের পরিবারের সদস্যরা এখনো আছেন। যারা বিভিন্নভাবে আহত হয়েছেন, পঙ্গুত্ব বরণ ও ক্ষতিগ্রস্ত হয়েছেন তারাসহ তাদের পরিবারের পাশে কতটুকু দাঁড়ানো যাবে বলতে পারবো না। কিন্তু আমাদের জন্য তারা যেই আত্মত্যাগ করেছেন, এখন আমাদের কর্তব্য ও দায়িত্ব এই মানুষগুলোর পাশে যতটুকু সম্ভব দাঁড়ানো। যতটুকু সম্ভব সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে তাদের পাশে দাঁড়ানো। আমি মনে করি, দলমত নির্বিশেষে আমাদের সকলের এটি একটি দায়িত্ব।
আপনার মতামত লিখুন :