বিডিআর বিদ্রোহের ঘটনায় চাকরিচ্যুত সদস্য ও ভুক্তভোগী পরিবার দাবি করেন, রাজধানীর পিলখানায় বিডিআর হত্যাকাণ্ড মামলার বিচার ব্যবস্থা নিয়ে প্রহসন চলছে। তারা এ ঘটনায় সকল কারাবন্দি সদস্যের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও মুক্তি দাবি করেন।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে এক সংবাদ সম্মেলনে তারা এ দাবি জানানো হয়।
তারা বলেন, কেরানীগঞ্জে কোর্ট বসার কথা ছিল। আবার শুনেছি, ঢাকা আলিয়া মাদ্রাসায় বসবে। তবে আজকে এখন পর্যন্ত কোথাও কোর্ট বসেনি। এ বিষয়ে আইনজীবীদেরও কিছু জানানো হয়নি। এই পুরো বিষয়টিকে ষড়যন্ত্র হিসেবে দেখছেন তারা।
তারা অভিযোগ করেন, দেশবিরোধী চক্রান্তের শিকার হয়েছে বিডিআর সদস্যরা। কারাবন্দিদের মুক্তিসহ ৩ দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন তারা।
আপনার মতামত লিখুন :