রাষ্ট্র পুনর্গঠনে জাতীয় সংহতির বিকল্প নেই বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। রাজধানীর পুরানা পল্টনে মঙ্গলবার (৩১ ডিসেম্বর) এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
এসময় রাষ্ট্রীয়ভাবে জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র দেয়ার সিদ্ধান্তকে সাধুবাদ জানান তিনি। নুর বলেন– বাতিল নয়, সংবিধানের কিছু বিষয় সংশোধন করা যেতে পারে।
নুর আরও বলেন, বাংলাদেশের ভিত্তি মুক্তিযুদ্ধ। এটাকে অস্বীকার করার উপায় নেই। সংবিধান এখন পর্যন্ত ১৭ বার সংশোধন করা হয়েছে। সেক্ষেত্রে, ফ্যাসিবাদী ধারা বদলানো যেতে পারে।
গণঅধিকার পরিষদের সভাপতি আরও বলেন, গণহত্যার বিচারে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ অভিযুক্তদের সর্বোচ্চ শাস্তি দিতে হবে। তাদের বিচার নিশ্চিত না হলে আগামীতে আরও গণহত্যা ঘটবে। এসময় অন্তর্বর্তী সরকারের সমালোচনায় নুর বলেন, মানুষের প্রত্যাশা ৫ মাসেই হোঁচট খেয়েছে।
আপনার মতামত লিখুন :